ইন্টারন্যাশনাল ইয়ুথ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ১০ মাসব্যাপী এমন একটি ট্রেইনিং প্রোগ্রাম, যেখানে মানুষের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করা হয় যেন তারা যেকোন সমস্যা সমাধানে অথবা উদ্যোগ গ্রহণে এগিয়ে আসতে পারে। এখানে সর্বমোট ৪০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হবে। এই ৪০ জনের পরে কেউ আবেদন করলেও তাকে বাছাই করা হবে না। তাই আজই আবেদন করুন! পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ-তরুণীরা ১০ মাস একই সাথে থাকে এবং আনন্দের সাথে নতুন নতুন জিনিস শেখে এবং কাজ করে। এরমাধ্যমে তারা তাদের সুপ্ত গুণাবলী বিকাশ করতে পারে, ভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে এবং সমাজে তাদের কি কি করণীয় সে সম্পর্কে জানতে পারে।
স্থান:
সুইডেন, ব্রাজিলসুযোগ সুবিধাসমূহ
- বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। আপনি বর্তমান সময়ের গ্লোবাল চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে পারবেন এবং অনবরত পরিবর্তিত পৃথিবীতে ভুমিকা রাখতে পারবেন।
- নিজেকে চেনা, নিজের কষ্ট, সংগ্রাম, পরাজয়, জয় এসকল কিছু উপলব্ধি করতে পারবেন এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবেন। এরমাধ্যমে আপনি হয়ে উঠতে পারবেন এক অনন্য মানুষ!
- সমাজের গুরুত্ব জানতে পারবেন। নেতৃত্ব, সহায়তা, আতিথেয়তা এবং কল্পনা শক্তি কীভাবে সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে সে বিষয়ে জানতে পারবেন।
- কীভাবে কোন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে হয় তা জানতে পারবেন। ফান্ডরেইজিং, বাজেট ম্যানেজমেন্ট, কাউকে নিমন্ত্রণ জানানোর শিল্প, মানুষকে সংগঠিত করা, পরিকল্পনা বাস্তবায়ন করা প্রভৃতি গুণাবলী অর্জন করতে পারবেন।
- নতুন একটি জায়গায় সুন্দর একটি সমাজে থাকবার সুযোগ পাবেন। নিজেকে উন্নত করতে পারবেন এবং ভবিষ্যতে নিজেকে কি হিসেবে দেখতে চান, কি কি করতে চান এবিষয়ে স্পষ্ট ধারণা পাবেন।
- অন্য দেশের সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখার সুযোগ পাবেন।
- ট্রেনিং শেষ হলে তা সম্পন্ন করার জন্য সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট ব্যাচেলর এবং এমএ প্রোগ্রামের ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া ১০ মাসব্যাপী ট্রেনিং এর যেই কয়টি কোর্স সম্পন্ন করবেন, সেখানেও সার্টিফিকেট প্রদান করা হবে। তারা কোন একাডেমিক ডিগ্রী দেয়না।
আবেদনের যোগ্যতা
- আপনার বয়স ১৮-২৪ এর মধ্যে হতে হবে।
- আপনাকে ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং বুঝতে জানতে হবে। যদি আপনার দ্বিতীয় ভাষা ইংরেজি হয়, তবে সার্টিফিকেট দেখাতে হবে।
- এখানে তাদেরকেই বাছাই করা হবে যারা সত্যিকার অর্থে এই প্রোগ্রামটিতে অংশ নিতে চান।
- সুইডেন এবং ব্রাজিল দুইটি দেশ মিলিয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। আপনাকে এই দুইটি জায়গাতেই প্রোগ্রাম চলাকালীন সময়ে অবস্থান করতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- আপনি যদি প্রোগ্রামে থাকাকালীন সময়ে ফেরত আসতে চান, তবে ৪ সপ্তাহ আগে জানাতে হবে। অসুস্থ হলে এমনটি প্রয়োজন পরবে না।
- আবেদন ফি (SEK 750.-) প্রদান করার পরই বাছাই পর্ব শুরু হবে।
এই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল পেইজটি ভিজিট করুন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকল দেশের জন্য উন্মুক্ত।