ওয়াসেহ্ (WSEH) একটি অলাভজনক ডিসকর্ড-ভিত্তিক ইংরেজি ভাষা-পরিচর্যা প্রতিষ্ঠান। সহজ কথায়, ওয়াসেহ্ এমন একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান যেখানে জাতীয়তা-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনগুলোতে একটি নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে ইংরেজি ভাষার মৌখিক চর্চা করে থাকেন। বাংলা ভাষাভাষি মানুষদের ইংরেজি ভাষায় কথা বলার সাবলীলতা (Fluency) ও বাগ্মিতা (Eloquence) অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ওয়াসেহ্ (WSEH) এর ইংরেজি সংক্ষেপণ ‘We Speak English Here.’

বর্তমানযুগে ইংরেজি ভাষার গুরুত্ব আমাদের সবারই কম-বেশী জানা আছে। স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোয় অনুপ্রবেশ থেকে শুরু করে জব-ইন্টারভিউ পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রেই ইংরেজী ভাষার অপরিসীম গুরুত্ব আঁচ করা যায়। সাধারণগতভাবে ইংরেজি ভাষা আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আমরা অধিকাংশ বাঙালিরা এই ভাষায় কিছুটা অপটু। আমাদের মাঝে কিছু শতাংশ মানুষ এই ভাষায় বেশ পটু হলেও, তারা শুধু লৈখিক দিক থেকেই পটু। মৌখিকভাবে ইংরেজিতে (Spoken English) কথা বলতে গেলে তারা হয় ঘাবরে যায় অথবা তোতলায়। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ আমাদের শিক্ষাব্যবস্থায় মৌখিক ইংরেজি-চর্চার উপর বেশি জোর প্রয়োগ করা হয় না। আবার আমরা নিজের থেকেও স্পোকেন ইংলিশ চর্চা করি না, বা করার সুযোগ হয়ে ওঠে না। আর তাই, এইসকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে মৌখিকভাবে ইংরেজি ভাষায় নিপুণতা অর্জনের জন্য একটি সুস্থ-সাবলীল ভার্চুয়াল পরিবেশ তৈরি করেছে ওয়াসেহ্। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই খুব সহজেই এই প্রতিষ্ঠানের সদস্য হয়ে নিজের ইংরেজি ভাষাগত-ত্রুটিগুলোকে সনাক্ত করে সংশোধন করতে পারবেন যে কেউ!

সুযোগ সুবিধাসমূহ

ওয়াসেহ্তে যোগদানের সুবিধাসমূহ (Benefits of Joining WSEH):

১) ১০০% বিনামূল্যে নিয়মিত ইংরেজি চর্চা।
২) নিঃসঙ্কোচভাবে নিজের আপন মনোভাব বা চিন্তার কথা ইংরেজি ভাষায় বলার সুযোগ।

৩) মানসম্পন্ন ও ঐশ্বর্যবান ইংরেজি বলার দক্ষতা-অর্জন ও মৌখিক ইংরেজি চর্চার জড়তা ও সংকোচবোধ কাঁটিয়ে ওঠার সুযোগ।

৪) ইংরেজি ভাষায় বন্ধুসুলভ গ্রুপ আলোচনা।

৫) নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের পর সনদপত্র (Certificates based upon certain activity milestones) প্রদান।

৬) নিয়মিত সেশনস্-এর পাশাপাশি যেকোনো সময় ওয়াসেহ্তে কথা বলার সুযোগ।

৭) এডমিন দল থেকে যে কোনও ধরণের ইংরেজি সম্পর্কিত সহায়তা।

আবেদনের যোগ্যতা

সকলের জন্য উন্মুক্ত এবং সকলেই বিনামূল্যে আবেদন করতে পারে। ওয়াসেহ্-এর সদস্য হওয়ার জন্য বর্তমানে কোনো আবশ্যকতা নেই। অতএব, যে কেউই ওয়াসেহ্-এর সদস্য হতে পারবেন!

 

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

আবেদন প্রক্রিয়া (Application Process)

ওয়াসেহ্তে আবেদনের জন্য যা যা প্রয়োজনঃ-

১)ইন্টারনেট সংযোগ (Internet Connection).

২)ডিজিটাল ডিভাইস (Example- Laptop, Computer, Smartphone etc).

৩)ডিসকর্ড অ্যাপ (Discord App).

৪)ডিসকর্ড একাউন্ট (Discord Account).

ওয়াসেহ্-এর ডিসকর্ড সার্ভারে অংশগ্রহণের লিংক: https://discord.gg/YDUE8xE9Vn

 

বি.দ্রঃ নিম্নে উল্লেখিত লিংক এ চাপ দিয়ে ওয়াসেহ্তে যোগদান প্রক্রিয়ার ভিডিও দেখা যাবে। ভিডিও-এর সকল কার্যক্রম অনুসরণ করে খুব সহজেই ওয়াসেহতে যোগ দেওয়া যায়।

https://www.facebook.com/103816114980554/posts/113010947394404/

আবেদন করুনঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?