• মার্চ ১৮, ২০২০

বেশিরভাগ মানুষ ভিন্নভাবে চিন্তা করার সময় এবং সুযোগ না পাওয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরকে ঠকাতে চায়।
একটু বক্সের বাইরে চিন্তা করলেই দেখবেন অন্যকে জিতিয়ে বা কাউকে না-ঠকিয়েও বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে।
ছাত্রজীবন থেকে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনেও আমরা বক্সের বাইরে গিয়ে চিন্তা কম করি।

বিশেষ করে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কোনো দক্ষতা অর্জন না করার ফলে চাকুরীর বাজারে গিয়ে পাত্তা পাচ্ছে না।
অন্যদিকে ইন্টারভিউতে গিয়ে নিজেকে উপস্থাপন করতে পারছে না।
এসব না-পাওয়াকে অর্জনের পথপ্রদর্শনের জন্যই  ২০১৭ সাল থেকে চলছে সবার জন্য  Think Outside The Box বা বক্সের বাইরে গিয়ে চিন্তা করার একটি আয়োজন।
যেখানে দেশের স্বনামধন্য পাবলিক স্পিকার, ট্রেইনার, ইউটিবার, টিচার এবং ক্যারিয়ার কাউন্সিলররা থাকবেন।

অনুষ্ঠানঃ ১৮ এপ্রিল ,২০২০

দুপুর ২ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত

ভেন্যু- কৃষিবিদ ইনিস্টিটিউট

বক্তাগণ-

01. Solaiman Shukhon
Head of Market Development & Communication at Nagad

02. Tawhid Afridi
CEO MyTv Bangladesh

03. Munir Hasan
Head of Youth Programme Prothom Alo

04. Zara Mahbub
Country Director KITC

05. Arif R Hossain
Co-Founder at আমরাই বাংলাদেশ – Aamrai Bangladesh

06. Tajdin Hassan
Head of Marketing The Daily Star

07. Royal Rana
CEO Excellent World

08. Shabbir Ahsan
Consultant – Social Development at World Bank Bangladesh

09. Adv Rashida Chowdhury Nilu
Lawyer Supreme Court

10. Sabina Sabi
Project chief at Power of She

11. Dr Almasur Rahman
Adviser Futurizers Bangladesh

12. Freelancer Nasim
Freelancer at Freelancer.com

প্রধান অতিথি-  Anower Farazy Emon
Chairman Farazy Hospital Ltd.

সুযোগ সুবিধাসমূহ

Think Outside The Box বা বক্সের বাইরে গিয়ে চিন্তা করার একটি আয়োজন।
যেখানে দেশের সুনামধন্য পাবলিক স্পিকার,
ট্রেইনার, ইউটিবার, টিচার এবং ক্যারিয়ার কাউন্সিলররা থাকবেন।

 

আবেদনের যোগ্যতা

রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

শিক্ষার্থীদের জন্য ফি- ৪৪৪ টাকা

শিক্ষার্থীরা  রেজিস্ট্রেশনের করতে ক্লিক করুন ।  শেষ সময়- ৪ এপ্রিল,২০২০
প্রফেশনালদের জন্য ফি ৫৫৫ টাকাত

রেজিস্ট্রেশনের করতে ক্লিক করুন 

01816 317 391 (Bkask Personal)
01816317391 Rocket
01747596569 Nagad

রেজিস্ট্রেশন ফি এর অন্তর্গত আরো যা যা থাকছে-
১। সনদপত্র।
২। বিকেলের নাস্তা।
৩। ট্রেনিং ম্যাটারিয়ালস।
৪। কলম।
৫। চাবির রিং।

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ৪, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

যোগাযোগ - 01306 829 401 - 01306 829 402 - 01747 596569
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?