উদ্যোক্তা হতে চায় অনেকেই।
কিন্তু সফল হয় ক’জনা?
শুধু স্বপ্ন দেখলেই হবেনা, জানা দরকার ব্যবসায়ের খুটিনাটি, পণ্য বা সেবার ধরন, মান নিয়ন্ত্রণ, বাজার চাহিদা, প্রচার কৌশল, যোগাযোগ মাধ্যম, অর্থায়ন প্রক্রিয়া। উদ্যোক্তা হওয়ার জন্য অতি প্রয়োজনীয় এ বিষয়গুলো না জানার কারণে অনেকের লালিত স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়, দারুণ আইডিয়া আলোর মুখ দেখে না।
বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রায় এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তাই তাদের পাশে থেকে সহায়তার জন্য শুরু হতে যাচ্ছে মাসব্যাপী নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স ‘সাহসিকা’। ঘরে বসে অনলাইনে অংশ নিতে পারবে যেকোন নারী। শুরু হোক এখনই…স্লোগানে সৃজনশীল উন্নয়ন সংস্থা ‘স্বপ্নশীলন’, বাংলাদেশ সরকারের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি), Women and E-commerce Forum (WE), Bangladesh Youth Organizaion for Skill Development (BYOSD) ও প্রচারণা ডট কম এর সহযোগিতায় এই কোর্স এর আয়োজক শিক্ষা ও পেশা পোর্টাল CareerCare.Com।
ক্লাস: প্রতি শুক্র ও শনি
ক্লাস মাধ্যম: জুম
  • যা থাকছে প্রশিক্ষণ ক্লাসেঃ
    ক্লাস ১: উদ্বোধন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রসমূহ ও সম্ভাবনা, আইডিয়া টু বিজনেস প্লানিং
    ক্লাস ২: ইনিভেস্টমেন্ট, ফান্ড রেইজিং ও কস্ট ম্যানেজমেন্ট
    ক্লাস ৩: ই-কমার্স স্ট্রাটেজি ও মার্কেটিং
    ক্লাস ৪: ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজ সেটআপ।
    ক্লাস ৫: সোস্যাল মিডিয়া মার্কেটিং (ফেইসবুক, ইনস্টাগ্রাম ও বিজনেস হোয়াটসএপ)
    ক্লাস ৬: প্রোডাক্ট ও ইনভেন্টরি সোর্সিং, ম্যানেজমেন্ট ও ডেলিভারি।
    ক্লাস ৭: ইউটিউব পেইজ সেটিং ও মার্কেটিং
    ক্লাস ৮:কন্টেন্ট রাইটিং এবং ফটো ও ভিডিও কন্টেন্ট মার্কেটিং।
    ক্লাস ৯: ব্রান্ড তৈরি ও ব্রান্ড ভ্যালু ম্যানেজমেন্ট।
    ক্লাস ১০: ট্রেড লাইসেন্স, কপিরাইট ও লিগ্যাল ইস্যু ।

সুযোগ সুবিধাসমূহ

যেসব সহায়তা পাবেন:

  • বিজনেস লোন প্রসেসিং
  • ডিজিটাল মার্কেটিং ও লিগ্যাল সাপোর্ট
  • কোর্স শেষে সার্টিফিকেট
  • ফ্রি কোর্স মডিউল ভিডিও ও বুকলেট

আবেদনের যোগ্যতা

  • যে কেউ আবেদন করতে পারবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

  • আবেদন লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন।
  • রেজিষ্ট্রেশন ফিঃ ৪৮০ টাকা।
    Bkash no. 01864908192
    Nagod no. 01682856746
    Rocket no. 016828567462
    (All personal Account)
  • সেন্ড মানি অথবা ক্যাশ ইন করার পর কনফার্মেশন মেসেজ এর স্ক্রিন শট নিবেন এবং টিআরএক্স আইডি ও আপনার পেমেন্ট নাম্বার টি সংরক্ষণ করবেন যা গুগল ফর্মটি পুরন করতে লাগবে।

আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

বিস্তারিত: ০১৭২২৯৩০৩৭৩, ০১৬৮২৮৫৬৭৪৬
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?