এখনকার দুনিয়ায় আগের চাইতে অনেক বেশি পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়। তাই ডাটা মাইনিংয়ের জ্ঞান অনেক ক্ষেত্রেই হয়ে পড়েছে অপরিহার্য। তোমার জন্য নিউজিল্যান্ডসের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ডাটা মাইনিং কোর্সের। মাত্র তিনটি ছোট ছোট কোর্স করে তুমিও হয়ে উঠতে পারো একজন ডাটা মাইনিং এক্সপার্ট এবং তোমার ক্যারিয়ারে কাজে লাগাতে পারো এই ডাটা মাইনিংয়ের দক্ষতাটিকে। পুরো কোর্সে তুমি শিখবে ব্যবহারিক ডাটা মাইনিং। জনপ্রিয় অ্যালগরিদম ব্যবহার করা। কোর্সটির আয়োজক ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়। যা পৃথিবীর সেরা তিন শতাংশ বিশ্ববিদ্যালয়ের একটি।
কোর্সটি করার জন্য তোমায় যে খুব প্রোগ্রামিং জানতে হবে, তা নয়। টুকটাক কম্পিউটার ব্যবহারের অভ্যাস থাকলেই চলবে। এছাড়া হাইস্কুল লেভেলের গণিত জানা থাকা চাই। থাকতে হবে পরিসংখ্যানের প্রাথমিক ধারণাও।
সুযোগ সুবিধাসমূহ
- কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তবে আপগ্রেড করলে তুমি সার্টিফিকেটসহ নানান সুবিধা পাবে।
কোর্সটি ঠিকঠাক সম্পূর্ণ সম্পন্ন করলে তুমি গড়ে তুলতে পারবে ডাটা মাইনিংয়ের দক্ষতা। - এখানে ডাটা মাইনিংয়ের নানান পদ্ধতি শেখানো হবে।
- ব্যক্তিগত ডাটা ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন নিয়ে তুমি বিতর্ক করতে পারবে।
কোর্সে শেখানোর পদ্ধতিটা একদম সহজ-সরল।
আবেদনের যোগ্যতা
হাইস্কুল গণিত এবং সেই সঙ্গে প্রাথমিক পরিসংখ্যানের জ্ঞান থাকতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য উন্মুক্ত।