ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তরুণদের জন্য আবারো নিয়ে এসেছে অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং (Active Citizens Youth Leadership Training – ACYLT) ২০১৮। তরুণরা সমাজের সম্পদ ও সে কারণেই যে সকল তরুণ সমাজ পরিবর্তন করতে চায়, তাদেরকে এই কর্মসূচিতে যোগ দিতে আহ্বান করছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। প্রশিক্ষণ কর্মসূচিটি ৯-১১ ফেব্রুয়ারী, ২০১৮ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির সকল ব্যয় বহন করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। এটি একটি ৪ দিন ব্যাপী (অ-আবাসিক) প্রশিক্ষণ কর্মসূচি।
আবেদন জমাদানের শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারী।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- সমাজ এর সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে একটি ভিন্ন পরিবেশে নিজের মনোভাব ব্যক্ত করতে পারার সুযোগ লাভ।
- নেটওয়ার্কিং এর সুযোগ লাভ করা।
- অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণ লাভ করা।
আবেদনের যোগ্যতা
- বয়স ১৮ বছর বা এর বেশি।
- ঢাকায় বসবাসরত।
- কমিউনিটির উন্নয়নে কাজ করতে আগ্রহী।
আবেদন পদ্ধতি
আবেদন করতে ইমেইল করুন আপনার ছবিসহ সংক্ষিপ্ত সিভি, এনআইডি/ বার্থ সার্টিফিকেট এর স্ক্যান এক কপি এবং এই ইমেইল আইডি তে পাঠিয়ে দিন [email protected] এবং ইমেইল এর পর একটি কনফারমেশন মেইল এর মাধ্যমে নিশ্চিত হউন।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক