• সম্পূর্ণ স্কলারশিপ

এটি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সমন্বিত একটি শিক্ষা কার্যক্রম । এই শিক্ষা কার্যক্রমের খরচ বহন করবে চায়না বৃত্তি পরিষদ(CSC), যা পরিচালিত হবে APSCO (The Asia-Pacific Space Cooperation Organization) এর অধীনে। এই শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে চায়নার দুটি বিশ্ববিদ্যালয়ে। এই প্রোগ্রামটি মূলত মাস্টার্স, , ডক্টরাল ও পোস্ট ডক্টরাল  এর জন্য। যার বেশিরভাগ খরচই চায়না বৃত্তি পরিষদ বহন করবে।

তবে প্রাথমিকভাবে স্পারসোতে আবেদন করে তাদের কাছ থেকে বৃত্তির অনুমোদন নিতে হবে। স্পারসোর অনুমতি ছাড়া কেউ বৃত্তি পাবে না।

মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম যে বিষয়ের উপর করা যাবেঃ

  1. Satellite communication and global navigation satellite systems.
  2. Remote Sensing and Geographic Information Systems.
  3. Space Law and Policy.
  4. Space Science and Environment.

মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম Beihang University of China তে করতে করতে হবে।

পোস্ট ডক্টরাল প্রোগ্রাম যে বিষয়ের উপর করা যাবেঃ

  1. MECHANICS POSTDOCTORAL FELLOWS PROGRAMME
  2. AERONAUTICAL AND ASTRONAUTICAL SCIENCE AND TECHNOLOGY POSTDOCTORAL FELLOWS PROGRAMME
  3. COMPUTER SCIENCE AND TECHNOLOGY POSTDOCTORAL FELLOWS PROGRAMME
  4. CONTROL TECHNOLOGY & ENGINEERING POSTDOCTORAL FELLOWS PROGRAMME
  5. MECHANICAL ENGINEERING POSTDOCTORAL FELLOWS PROGRAMME

এই প্রোগ্রামটি Northwestern Polytechnical University তে করতে হবে।

 

স্থান:

চীন

সুযোগ সুবিধাসমূহ

  • শিক্ষার্থীদের টিউশন ফি CSC বহন করবে।
  • থাকার জন্য প্রতি মাসে ৩০০ উয়েন প্রদান করবে।
  • শিক্ষার্থীদের জন্য মেডিকেল ইন্সুরেন্স প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

  • বয়স ৪০ এর কম হতে হবে ডক্টরাল এর জন্য।
  • বয়স ৩৫ এর কম হতে হবে মাস্টার্স এর  জন্য।
  • স্পেস বা এই সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (মাস্টার্স এর জন্য) থাকতে হবে।
  • স্পেস বা এই সম্পর্কিত বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে (ডক্টরাল  এর জন্য)।
  • স্পেস সম্পর্কিত অর্গানিজেশন এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্পেস সম্পর্কিত গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
  • যেহেতু পড়ালেখা ইংরেজিতে হবে তাই ইংরেজিতে দক্ষ হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য

আবেদন পদ্ধতি

প্রাথমিকভাবে স্পারসোতে বৃত্তি প্রোগ্রামের জন্য ইমেইল এ  আবেদন করতে হবে।  তাদের কাছে সকল কাগজ পত্র প্রদান করে বৃত্তির অনুমতি নিতে হবে। স্পারসো অনুমতি দিলে বৃত্তি গ্রহন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ৭, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?