স্নাতকে স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘কার্ড এগেইন্টস হিউম্যানিটি’ নামের একটি গেম কোম্পানি। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শেষ করা নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী আগস্ট (ফল-২০২২) থেকে আবেদন শুরু হবে।
‘সায়েন্স অ্যাম্বাসেডর স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্সের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে এর জন্য আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান-প্রযুক্তি-গণিত-ইঞ্জিনিয়ারিং বিষয়ে আগ্রহী হতে হবে।
শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে আর্কিটেকচার, একচুয়ারিয়াল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, ভিডিও গ্রাফিকস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবটিকস, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিবেশবিদ্যা, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, ভাষাতত্ত্ব, নার্সিং, পুষ্টিবিদ্যা, সমাজবিজ্ঞান, জীবাশ্মবিজ্ঞান, প্রাণিবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, সমুদ্রবিদ্যা, মহামারিবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতক করতে পারবেন।
সুযোগ সুবিধাসমূহ
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা
- শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলধারী হতে হবে।
- ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে।
- ২০২২-২৩ সালের সেশনে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি থাকতে হবে।
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
- আবেদনকারীকে একটি লেকচার ভিডিও বানাতে হবে।
- বিজ্ঞান-প্রযুক্তির যেকোনো বিষয়ে ভিডিও বানানো যাবে।
- দৈর্ঘ্য সর্বোচ্চ তিন মিনিট।
- ভিডিওর সব তথ্য বৈজ্ঞানিকভাবে সঠিক হতে হবে।
- ভিডিও ইউটিউবে ‘পাবলিক’ করে আপলোড দিতে হবে।