বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী শিশুকিশোরদের জন্য উপবৃত্তি দিচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৮০ হাজার প্রতিবন্ধী শিশুকিশোরদের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৪.৫০ কোটি টাকা।
জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত এবং সরকার কর্তৃকস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী যাদের পারিবারিক বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬,০০০/- তারা নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবে। এরপর সকল। নীতিমালা অনুসারে যাচাই বাছাই করার পর প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিভোগী নির্বাচন করা হয় ।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- এই উপবৃত্তির মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষালাভে আর্থিক সহায়তা লাভ।
- প্রতিবন্ধী শিক্ষার্থীরা ঝরে পড়বে না ও নিজেদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করবে।
- তাদের সাংবিধানিক অধিকার রক্ষা হবে।
আবেদনের যোগ্যতা
জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত এবং সরকার কর্তৃকস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এই উপবৃত্তি দেয়া হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।
আবেদন পদ্ধতি
- নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয়।
- নির্বাচিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবককে অবহিত করে বৈধ অভিভাবকের নামে উপবৃত্তির অর্থ উত্তোলনের ব্যাংক হিসাব খোলা হয়।
- উপবৃত্তির টাকা বিতরণের স্থান, তারিখ সময় নির্ধারণ করে উপবৃত্তি প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষর্থী তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি বিতরণ করা হয়।