খেজার বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের জন্য ফুল-স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপটি ব্যাচেলরস, মাস্টার্স ও পি.এইচ.ডি. শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আছে। বিস্তারিত জানতে শিক্ষা মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট টি দেখুন।
আবেদনের শেষ সময় মার্চ ২৫, ২০১৮।
স্থান:
আজারবাইজানসুযোগ সুবিধাসমূহ
১। আজারবাইজানে সম্পূর্ণ সরকারি স্কলারশিপে লেখাপড়ার সুযোগ।
আবেদনের যোগ্যতা
১। এই স্কলারশিপটি একটি মাত্র একাডেমিক বছরের জন্য দেয়া হবে, ভ্রমণ ও বাসস্থানজনিত খরচ গুলো শিক্ষার্থীদের বহন করতে হবে।
২। ইংরেজিতে দক্ষতা (টোফেল/আই,ই,এল,টি,এস স্কোরসহ) থাকতে হবে।কিন্তু ইংরেজি মাধ্যমে ব্যাচেলরস্ বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জাসটিফিকেশন ডকুমেন্ট (Justification Document)এর প্রয়োজন নেই।
৩। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
৪। একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ।আবেদন পদ্ধতি
৪.১ আবেদনকারীকে শিক্ষামন্ত্রণালয়ের অনলাইন লিংক http://scholar.banbeis.gov.bd/KUISP/এ প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করতে হবে । Online আবেদন পূরণের গাইড লাইন পৃষ্ঠা-১)-এ দেয়া আছে।
৪.২ শিক্ষামন্ত্রণালয়ের Online লিংকটি ২৫ মার্চ ২০১৮ সকাল ১১ টাপর্যন্ত Open থাকবে।
৪.৩ আবেদনকারীকে উক্ত অনলাইন লিংকে বিবরণী দাখিল করে আবেদনের ID/Tracking No. সহ হার্ডকপি/ প্রাথমিক তথ্য বিবরণী ফরমের (পৃষ্ঠা-০২) সাথে সার্টিফিকেট। মার্কশীট, পাসপাের্টের ফটোকপি, জাতীয়তার আইডি, IELTS/TOEFL এর সার্টিফিকেটের কপি এবং Khazar University আবেদন ফর্ম ও ফর্মে চাহিত সকল ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপিসহ শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করার জন্য অনুরােধ করা যাচ্ছে। (বিস্তারিত http://www.khazar.org/en/menus/495/International admissions ও http://www.khazar.org/en/menus/496/how_to_apply_sup_style_color_red_new_ sup_)
৪.৪ উপরােক্ত ৩.০ এবং ৪.৩ এর খাম দুটো একত্রে অন্য একটি খামের ভিতরে ঢুকিয়ে খামের উপরে প্রেরক, প্রাপক, এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। খামের উপরে আবশ্যিকভাবে ID/ Tracking Number লিখতে হবে।
৪.৫ প্রার্থী মনােনয়নের ক্ষেত্রে Language proficiency-কে প্রাধান্য দেয়া হবে।
৪.৬ আবেদনপত্র সচিবালয়ের ২নং গেইট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০-১১টা এবং বিকাল ৩.৩০-৪.৩০ টার মধ্যে জমা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ২৫ মার্চ ২০১৮
৪.৭ প্রার্থীদের প্রাথমিক বাছাই চূড়ান্ত করণের ক্ষমতা এ কমিটি সংরক্ষণ করেন।
দ্বিতীয় পর্যায় :
আবেদন প্রাপ্তির পর যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী মনােনয়ন করা হবে। শিঘ্রই প্রাথমিকভাবে মনােনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনােনীত প্রার্থীর নাম পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট | অ্যামবাসীতে পাঠিয়ে দেয়া হবে।
বিজ্ঞপ্তিসহ উক্ত বৃত্তি সংক্রান্ত সকল কাগজপত্রাদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারসহ কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমূহের গ্রুপ মেইলে প্রদানের অনুরােধ জানানাে হলাে: সিনিয়র সিস্টেম এনালিষ্ট আই.সি.টি.সেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: মার্চ ২৫, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক