মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত প্রাচীন বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএসে র্যাংকিং অনুযায়ী বিশ্বে ৬৫ তম অবস্থানে দখল করে আছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের টানতে ৫৫০ টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তেমনই স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মালয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।
‘স্টুডেন্ট ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ফি ছাড়াও জীবনযাত্রার আনুসাঙ্গিক খরচগুলো বহন করবে বিশ্ববিদ্যালয়টি।
সুযোগ সুবিধাসমূহ
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
- আবাসন ফি প্রদান করা হবে।
- জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
- যেকোন দেশের আন্তর্জাতিক ছাত্ররা মালয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে।
- পিএইচডি-র জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি জমা দিতে হবে।
- ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট জমা দিতে হবে।
- ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া জানতে ক্লিক করুন অফিসিয়াল লিংকে।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ৩১, ২০২২
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক