কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে ১৪৪১-১৪৪২ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
আবেদন করার জন্য সর্বমোট ৫ টি ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবেঃ
- সার্টিফিকেট। (শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস হতে সত্যায়িত হলে ভালো হয়)
- মার্কশিট। (শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস হতে সত্যায়িত হলে ভালো হয়)
- পাসপোর্ট।
- ব্যাক্তিগত ছবি।
- সিভি
* তবে টিচার্স ট্রেনিং কোর্সের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকতার অভিজ্ঞতা সার্টিফিকেট অতিরিক্ত লাগবে।
বর্তমানে দুই বিষয়ে আবেদন করা যাবে:
১। ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ
(এটি মূলত অনার্সে অধ্যয়নের পূর্বশর্ত)
এটি শেষ করার পর ধারাবাহিক অনার্স-মাস্টার্স-পি.এই.ডি.পর্যন্ত শেষ করা যাবে।
২। উচ্চতর ডিপ্লোমা ইন টিচার্স ট্রেনিং
এই প্রোগ্রামটা শিক্ষকদের জন্য। এক বছর পর্যন্ত চলবে। শেষ করার পরে অবশ্যই দেশে ফিরতে হবে।
আবেদন শুরু :- ০৯-১০-১৪৪১ হিজরি।
আবেদন শেষ:- ২০-১২-১৪৪১ হিজরি।
স্থান:
সৌদি আরবসুযোগ সুবিধাসমূহ
- ভিসা ও বিমান টিকেট ফ্রি।
- মাসিক স্কলারশিপ ৮৫০ রিয়াল।
- রেসিডেন্সি ফ্রি।
- এককালীন ১০০০+১৭০০ রিয়াল (নতুনদের জন্য)।
- প্রতি বছর ৩ মাস ছুটি। যাতায়াত টিকেট ফ্রি।
- ভাল রেজাল্টের জন্য বাৎসরিক পুরস্কার (১০০০/৫০০০) রিয়াল।
আবেদনের যোগ্যতা
১। ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ
আবেদনের যোগ্যতা-
- এইচ.এস.সি. / আলিম / সানভীয়া / দাওরায়ে হাদিস
- রেজাল্ট: A বা A+/ জায়্যিদ জিদ্দান/ মুমতাজ থাকতে হবে।
- বয়স:- ১৮ – ২৫ বছর।
২। উচ্চতর ডিপ্লোমা ইন টিচার্স ট্রেনিং
আবেদনের যোগ্যতা-
- অনার্স (অ্যারাবিক/ইসলামিক স্টাডিজ)/ ফাজিল-কামিল/ তাকমিল – দাওরায়ে হাদিস।
- বিঃ দ্রঃ- টিচার্স ট্রেনিং কোর্সের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকতার অভিজ্ঞতার সার্টিফিকেট নিতে হবে।
- রেজাল্ট:- A বা A+/ জায়্যিদ জিদ্দান/মুমতাজ হতে হবে।
- বয়স :- ৩৫ বছর এর নিচে।
আবেদন পদ্ধতি
প্রদত্ত লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ১০, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক