জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ইয়ং লিডারস প্রোগ্রামসের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এই বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে। ইয়ং লিডারস প্রোগ্রামের লক্ষ্য হলো এশিয়ার দেশগুলোর ভবিষ্যত নেতৃত্বকে সুগঠিত করতে সাহায্য করা। এটি জাপান সরকারের অন্যতম এমইিএক্সটি স্কলারশিপ প্রোগ্রাম।
যেসকল কোর্স ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জন্য উন্মুক্ত :
১. স্কুল অব গভর্মেন্ট কোর্স
২. স্কুল অব লোকাল গভার্নেন্স কোর্স
৩. হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন কোর্স
৪. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স
৫. ল কোর্স
স্থান:
জাপানসুযোগ সুবিধাসমূহ
- বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিমাসে পেতে যাচ্ছে ২৪২০০০ ইয়েন।
- জাপানে যাওয়ার খরচ।
- জাপান থেকে দেশে ফেরত আসার খরচ।
- ভর্তির এবং বেতনের খরচ।
- থাকার সুবিধা।
আবেদনের যোগ্যতা
পছন্দনীয় কোর্সের জন্য নির্ধারিত যোগ্যতা জানতে অফিশিয়াল লিঙ্কে ক্লিক করুন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ নির্দিষ্ট একাধিক দেশের জন্য উন্মুক্ত।