ইন্দোনেশিয়ান আর্টস এন্ড কালচার স্কলারশিপ’ শুরু হয় ২০০৩ সালে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ স্কলারশিপ দেয়া হয়ে থাকে। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৪টি দেশের মোট ৮৪৮জন প্রতিনিধিকে এ স্কলারশিপ দেওয়া হয়েছে। এ স্কলারশিপটিতে ইন্দোনেশিয়ায় যাওয়ার বিমান খরচ ছাড়াও বাসস্থান খরচ, শিল্প সাহিত্য বিষয়ে পড়াশোনার খরচ এবং ৩ মাসের স্বাস্থ্যবীমা দেয়া হবে।
এ কার্যক্রমটি ইন্দোনেশিয়ান শিল্প সাহিত্য নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ান সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীর বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার সুযোগ পাবে।
ইন্দোনেশিয়ার দূতাবাসের সহযোগিতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষার্থী বাছাই এর প্রক্রিয়াটি ৭ই এপ্রিল থেকে ১৬ই জুলাই ২০১৯ পর্যন্ত চলবে।
স্থান:
ইন্দোনেশিয়াসুযোগ সুবিধাসমূহ
এ স্কলারশিপটিতে
- ইন্দোনেশিয়ায় যাওয়ার বিমান খরচ
- বাসস্থান খরচ
- শিল্প সাহিত্য বিষয়ে পড়াশোনার খরচ
- ৩ মাসের স্বাস্থ্যবীমা
- শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ান সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীর বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার সুযোগ পাবে।
আবেদনের যোগ্যতা
- শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাগত যোগ্যতা
- নিজ দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা
- ইন্দোনেশিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহ থাকতে হবে