• মার্চ ১৮, ২০১৯
  • সম্পূর্ণ স্কলারশিপ
  • ঢাকা

বদলে দিন নিজেকে, পাল্টে দিন ভবিষ্যৎ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার জন্য IDB-BISEW তোমাকে দিচ্ছে আইটি স্কলারশিপ। যার মাধ্যমে তুমি পাবে দীর্ঘমেয়াদি সম্পূর্ণ ফ্রি কোর্স যা চাকরির নিশ্চয়তা দিবে।

Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী মুসলিম যুব সমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।

IDB-BISEW আইটি বৃত্তি প্রোজেক্ট এমন একটি শিক্ষা প্রকল্প যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিগত ১৬ বছর ধরে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করা হয়। উল্লেখ্য প্রকল্পাধীনে বর্তমানে ৩৬ থেকে ৪০তম রাউন্ডে প্রায় ১০২১ জন শিক্ষার্থী প্রফেশনাল কোর্সে প্রশিক্ষণরত আছে। এ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাঃ

  • রাউন্ড ১ থেকে ৩৮ পর্যন্ত ৯৯৫৭ জন শিক্ষার্থী  Computer Literacy কোর্স সফলভাবে সম্পন্ন করেছে
  • তন্মদ্ধে, ৩৫ রাউন্ড পর্যন্ত ৬৫৭৯ জন শিক্ষার্থী Computer Diploma Course সম্পন্ন করেছে, যাদের অধিকাংশই দেশ বিদেশে তথ্য প্রযুক্তি পেশায় নিয়োজিত আছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুশারে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় গণিত ও ইংরেজির সাধারণ দক্ষতা যাচাই করা হবে।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • বাংলাদশে একমাত্র দীর্ঘমেয়াদি সম্পূর্ণ ফ্রি কোর্স যা চাকরির নিশ্চয়তাসহ আইটি প্রফেশনাল তৈরি করছে
  • জনপ্রতি ২ লক্ষ টাকার সমমানের কোর্স
  • জনপ্রতি ২০ হাজার টাকা সমমানের  Vendor certification (Microsoft, Oracle, Java)
  • প্লেসমেন্ট সেলের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়
  • মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য ছুটির ব্যবস্থা রয়েছে

আবেদনের যোগ্যতা

  • স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল/ ডিপ্লোমা (সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। ১ বছর মেয়াদী মাস্টার্সে অধ্যয়নরতরাও আবেদন করতে পারবে অথবা ২ বছর মেয়াদী মাস্টার্স/কামিলে যারা শেষ বর্ষে অধ্যয়নরত আছে তারা ও আবেদন করতে পারবে।
  • মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও কম্পিউটারে স্নাতক কোন প্রার্থীর ক্ষেত্রে এ বৃত্তি প্রযোজ্য নয়। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে (GPA 2.25) উত্তীর্ণ হতে হবে। চাকরিরত প্রার্থীরা আবেদনের অযোগ্য।
  • বয়স সর্বোচ্চ ৩০ বছর।
  • এ কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্ব ধারণা থাকা আবশ্যক নয়। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

IDB-BISEW আইটি বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদনকারীকে ১০০টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিকাশ অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২৬, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

বিস্তারিত তথ্যের জন্যঃ www.idb-bisew.org
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?