চিকিৎসকদের জন্য আয়োজিত করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত এই e-learning প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চীনের উহান শহর থেকে শুরু হয়ে বর্তমানে সারা বিশ্বে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বার্তা চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রশিক্ষণটি আয়োজন করা।
প্রশিক্ষণটি এমন ভাবে প্রস্তুত করা যেখানে একজন প্রশিক্ষণার্থী তার সুবিধামত সময়ে কম্পিউটার বা মোবাইল দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রতিদিন ১-২ ঘন্টা সময় ব্যয় করেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। এই প্রশিক্ষণে ৭ টি মডিউল আছে। এর মধ্যে ৫টি মডিউল ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। প্রত্যেক মডিউলে এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার আছে। সেই সাথে প্রত্যেক মডিউলে শেষে আছে একটি করে কুইজ, যেখানে শতকরা ৮০ ভাগের নিচে নম্বর পেলে আপনারা পরবর্তি মডিউলে যেতে পারবেন না এবং কোর্সটি সম্পন্ন করতে পারবেন না। কুইজ সম্পন্ন করে কোর্সটি সফল ভাবে সম্পন্ন করার পর আপনারা একটি সার্টিফিকেট পাবেন।
কোর্স সংক্রান্ত যেকোনো প্রশ্ন, মন্তব্য, পরামর্শ জানাতে পারবেন আলোচনাতে মন্তব্য করে। আলোচনাতে নিয়মিত সক্রিয় অংশগ্রহণ, কোর্সে আপনার পারফরমেন্সের একটি মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে যেসকল চিকিৎসক সেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা পরামর্শ ও সেবা দেবেন তাদের জন্য কোর্সটি বাধ্যতামূলক।
এই কোর্সের সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-যুক্তরাষ্ট্র, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR), রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-স্বাস্থ্য অধিদপ্তর ও সমন্বিত কন্ট্রোল রুম কোভিড-১৯-স্বাস্থ্য অধিদপ্ততর থেকে প্রাপ্ত ও অনুমোদিত।
সুযোগ সুবিধাসমূহ
- করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রাথমিক ধারনা লাভ
- চিকিৎসক হিসেবে কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল জ্ঞান লাভ
- কোভিড-১৯ বিষয়ে গুজব প্রশমিত করতে জাতীয় ও আন্তর্জাতিক দ্বায়িত্বশীল সংস্থার বস্তুনিষ্ঠ তথ্য সম্পর্কে ধারনা লাভ ও তথ্য যাচাই সক্ষমতা অর্জন
- কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে অংশগ্রহণের জন্য উপযুক্ত দক্ষতা অর্জন
- সাধারণ মানুষকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় ভূমিকা রাখা
- কোর্স শেষে সার্টিফিকেট পাবেন ।
আবেদনের যোগ্যতা
যে কেউ কোর্সটি করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
লিংকে গিয়ে মডিউল এ ক্লিক করে কোর্স শুরু করুন। তার আগে রেজিস্ট্রেশন করতে হবে।
এই প্রশিক্ষণে ৭ টি মডিউল আছে। এর মধ্যে ৫টি মডিউল ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। প্রত্যেক মডিউলে এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার আছে। সেই সাথে প্রত্যেক মডিউলে শেষে আছে একটি করে কুইজ, যেখানে শতকরা ৮০ ভাগের নিচে নম্বর পেলে আপনারা পরবর্তি মডিউলে যেতে পারবেন না এবং কোর্সটি সম্পন্ন করতে পারবেন না। কুইজ সম্পন্ন করে কোর্সটি সফল ভাবে সম্পন্ন করার পর আপনারা একটি সার্টিফিকেট পাবেন।
আবেদন করুনঅফিসিয়াল লিংক