“কমনওয়েলথ মাস্টার্স বৃত্তি ২০১৯” এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর প্রার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-সময়ের জন্য মাস্টার্স পড়ার সুযোগ প্রদান করে।
বৃত্তিটি ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ডিএফআইডি) দ্বারা অর্থায়িত হয়। বৃত্তিটি প্রতিভাবান এবং উদ্যমী শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে সহায়তা করে থাকে।
এই বৃত্তি ছয়টি থিমের অধীনে দেওয়া হয়:
- উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি
- স্বাস্থ্য ব্যাবস্থা এবং ক্ষমতা শক্তিশালীকরণ
- বিশ্বব্যাপী সমৃদ্ধি প্রচার
- বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, এবং শাসন শক্তিশালীকরণ
স্থিতিশীলতা এবং সংকট প্রতিক্রিয়া শক্তিশালীকরণ কমনওয়েলথ এমন একটি স্বেচ্ছাসেবক সংস্থা যা ৫৩ টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নিয়ে গঠিত। ২.৪ বিলিয়ন মানুষ এর অন্তর্ভুক্ত এবং উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ এর আওতাধীন। কমনওয়েলথের এক তৃতীয়াংশ ছোট রাষ্ট্র ও দ্বীপ দেশ নিয়ে গঠিত। কমনওয়েলথ চার্টার সদস্য দেশগুলোর ৮0 টিরও বেশি সরকারী, নাগরিক সমাজ, সাংস্কৃতিক ও পেশাদার প্রতিষ্ঠান দ্বারা সমর্থিত। ১৯৯৭ সালে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) প্রতিষ্ঠিত হয়েছিল।ডিএফআইডি চরম দারিদ্র্যের অবসান ঘটানোর জন্য যুক্তরাজ্যের কাজকে নেতৃত্ব দেয়। তারা দারিদ্র্য,রোগ,অভিবাসন , অনিরাপত্তা এবং দ্বন্দ্ব সহ আরও সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তাদের কাজ হল উন্নয়নশীল দেশগুলোতে এবং যুক্তরাজ্যের মানুষের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ বিশ্ব নির্মাণ করা। তারা আফ্রিকা, এশিয়া এবং মধ্য প্রাচ্যের দেশগুলোতে কাজ করে। আফ্রিকা, এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের কর্মসূচী রয়েছে। ৩ টি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে তারা বিদেশী অঞ্চলের সাথে কাজ করছে – সেন্ট হেলেনা, পিটকেয়ার দ্বীপ এবং মন্টসেরাট।
স্থান:
যুক্তরাজ্যসুযোগ সুবিধাসমূহ
- বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাতায়াতের সমস্ত ভাড়া বহন করা হবে। কিন্তু আবেদনকারীর কোন অতিথির খরচ বহন করা হবে না। তাছাড়া পুরস্কারের আগে করা যাত্রার খরচ নিশ্চিত করা হবে না
- লন্ডন মেট্রোপলিটান এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রতি মাসে ১৩৩০ পাউন্ড প্রদান করা হবে। তাছাড়া প্রতি মাসে ১০৮৪ পাউন্ডের টিউশন ফি প্রদান করা হবে।
- উষ্ণ পোশাকের জন্য কিছু ভাতা প্রদান করা হবে (যদি প্রয়োজন হয়)।
- থিসিস বা গবেষণামূলক কাজের জন্য একটি থিসিস গ্রান্ট প্রদান করা হবে (যদি প্রয়োজন হয়)।
- গবেষণার জন্য যুক্তরাজ্য বা বিদেশে ভ্রমণের খরচ বহন করা হবে।
- বিধবা, তালাকপ্রাপ্ত কিংবা সিংগেল প্যারেন্টের ক্ষেত্রে তাদের প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৪৬৫ পাউন্ড শিশু ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১১৪ পাউন্ড শিশু ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে শিশুর বয়স ১৬ বছরের কম হতে হবে এবং যুক্তরাজ্যের একই ঠিকানায় বসবাস করতে হবে।
আবেদনের যোগ্যতা
- যেকোন কমনওয়েলথ দেশের নাগরিক বা শরণার্থী হতে হবে।
- যেকোন কমনওয়েলথ দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
- ইউকে একাডেমিক বছরের শুরুতে (সেপ্টেম্বর / অক্টোবর ২০১৯) একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।
- সিএসসি সাধারণত দ্বিতীয় ইউকে মাস্টার্স ডিগ্রির জন্য অনুদান প্রদান করে না। আপনি যদি দ্বিতীয় ইউকে মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করেন তাহলে আপনাকে এর সম্পূর্ণ কারণ দর্শাতে হবে।
- এ বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনা করা সম্ভব নয়।
আবেদন পদ্ধতি
- সিএসসি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। অনলাইন ব্যাতীত অন্য কোন মাধ্যমে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
- সকল অ্যাপ্লিকেশন ১৯ ডিসেম্বর ২০১৮ (16:00 GMT) এর মধ্যে জমা দিতে হবে।
- যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অ্যাপ্লিকেশনটি পূরণ করার জন্য আহবান করা হচ্ছে। কারণ পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশনের সার্ভার অনেক ব্যস্ত থাকবে।
অ্যাপ্লিকেশনের সাথে নিম্নোক্ত কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে ( কাগজ পত্র জমা দেয়ার শেষ সময় হল জানুয়ারী ৪, ২০১৯) ঃ
- নাগরিকত্ব বা উদ্বাস্তু অবস্থার প্রমাণ – অনলাইন আবেদন সিস্টেমে আপলোড করতে হবে
- উচ্চ শিক্ষার সমস্ত কাগজ পত্র বিষদ বিবরণ সহ অনলাইন আবেদন সিস্টেমে আপলোড করতে হবে
- কমপক্ষে দুটি ব্যক্তির রেফারেন্স জমা দিতে হবে। যাদের নাম রেফারেন্সে দেয়া হবে তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
- সিএসসি মনোনয়ন সংস্থা বা অনলাইন আবেদন সিস্টেমের বাইরে জমাক্রিত কোন সাপোর্টিং ডকুমেন্ট গ্রহণ করবে না।
- অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে আপলোড হওয়া সাপোর্টিং ডকুমেন্ট ৫MB এর বেশি হতে পারবে না। নিম্নলিখিত ফর্ম্যাটগুলোর মধ্যে একটিতে থাকা উচিত:
- PDF, .doc, .docx, .odt, .jpg, .jpeg
- অন্য যেকোনো ফরম্যাটে জমাক্রিত ফাইল (জিপ ফাইল এবং পিডিএফ পোর্টফোলিও ) গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১৯, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক