জাগো ফাউন্ডেশন একটি বেসামরিক সমাজ সংগঠন (সিএসও) যারা বাংলাদেশের অবহেলিত জনগণের জন্য শিক্ষা ও সামাজিক সংহতির লক্ষে কাজ করে যাচ্ছে। দারিদ্র দূরীকরণই জাগোর মুখ্য কাজ। তারা বাংলাদেশের দূরবর্তী এলাকায় অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কুল চালু করেছে। জাগো’র ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম দক্ষতা ও সম্পদ পুনঃস্থাপনের মাধ্যমে জাতীয় উন্নয়নের দিকে আলোকপাত করে থাকে।
প্রোগ্রাম অফিসার পদে নিয়োগকৃত ব্যক্তিকে জাগ্রো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রোপজাল লিখন, প্রোগ্রাম বা ইভেন্ট ডিজাইন, বাজেট প্রস্তুতকরণ ইত্যাদি কাজ করতে হবে। তবে প্রতিষ্ঠানটির ভিশন বাস্তবায়নের লক্ষে প্রোগ্রাম বা ইভেন্টের বাজেট প্রস্তুতকরণে অগ্রাধিকার দিতে হবে।
দায়িত্বঃ
- প্রোগ্রাম প্রোপজাল, ইভেন্ট রিপোর্ট ইত্যাদি লেখার মাধ্যমে নতুন স্বেচ্ছাসেবকদের সাথে সংযোগ স্থাপন
- জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলোর পরিকল্পনা, সংগঠন এবং পর্যবেক্ষণ করা
- ইভেন্ট, প্রজেক্ট এবং প্রোগ্রাম বাজেট প্রস্তুত করার ক্ষমতা
- বাজেট ক্লোজিং এর জন্য প্রোগ্রাম অফিসার দায়বদ্ধ থাকবে ইত্যাদি
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- ফেস্টিভাল বোনাস
- সপ্তাহে ২ দিন ছুটি
- বন্ধুত্ত্বপূর্ণ কাজের পরিবেশ
আবেদনের যোগ্যতা
- সমাজ বিজ্ঞানের যেকোনো সাবজেক্টে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি
- এনজিও বা আইএনজিও সেক্টরে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা
- MS Office. Powerpoint বিশেষ করে MS Excel এ ভালো জ্ঞান থাকতে হবে
- ইংরেজি এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে
- ভোলেন্টিয়ার হিসেবে কাজের অভিজ্ঞতা
- ২৬-৩৩ বছর বয়সী মেয়েদের এখানে আবেদন করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে
আবেদন পদ্ধতি
- আবেদনকারীদের নিজেদের সিভি ” [email protected]” এ পাঠাতে হবে।
- সিভির সাথে “Application for the position of Sr. Program Officer/ Program Officer, Youth Development Program” সাবজেক্ট লাইন দিতে হবে। সাবজেক্ট লাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবেনা।
আবেদনের শেষ তারিখ: জুলাই ২৫, ২০১৯
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক