বাংলাদেশ বিমানবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৪৪টি পদে নিয়োগ দেওয়া নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- বিমান বাহিনীতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান পরিচালনার দুর্লভ সুযােগ।
- ইঞ্জিনিয়ার, লজিষ্টিক কর্মকর্তা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আকাশ প্রতিরক্ষা র্যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযােগ্য মিসাইল কন্ট্রোলার এবং আবহাওয়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযােগ।
বিদেশে প্রশিক্ষণঃ
- প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ফ্লাইট ক্যাডেট এবং অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।
উচ্চ শিক্ষা সুবিধাঃ
- বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি (এমআইএসটি) সহ দেশে-বিদেশে, এমবিএ, মাষ্টার্স, এমফিল, পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ রয়েছে।
জাতিসংঘ মিশনঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনাগমনের সুযােগ।
বাংলাদেশ দূতাবাসঃ
- বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।
সন্তানদের অধ্যয়নঃ
- নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সকল শাহীন স্কুল/কলেজে (বাংলা ও ইংরেজী ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযােগ।
বাসস্থানঃ
- নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযােগ।
ডিওএইচএস প্লটঃ শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএইচএস প্লট প্রাপ্তির সম্ভাবনা।
চিকিৎসাঃ
- সামরিক হাসপাতালসমূহে নিজ, স্ত্রী ও সন্তানদের পাশাপাশি পিতা, মাতা, শশুর ও শাশুড়ি উন্নত চিকিৎসা সুবিধা পাবে। প্রয়ােজন হলে নগদ অর্থ। প্রদানসহ বিদেশে চিকিৎসার সুবিধা রয়েছে।
শাখা পরিবর্তনের সুযােগঃ
- উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীগণ শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী শূণ্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশনের সুযােগ পাবেন। রেশন প্রাপ্তির সুবিধাঃ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সু-ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
বয়স: ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তা: বাংলাদেশী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
শিক্ষাগত যোগ্যতা
- জিডি ট্রেডের জন্য: ন্যূনতম ক্লাস IX বা সমমানের।
- ক্লার্ক ট্রেডের জন্যঃ সর্বনিম্ন এসএসসি বা সমমানের।
বিঃদ্রঃ ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী:
- সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ৬০০/- (ছয়শত) টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরত্যাগ্য) এর বিনিময় প্রতি কার্যদিবসে ০৮০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত (পরীক্ষা চলাকালীন সময়ে) আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই টিবিএল, অগ্রণী, সােনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশােধযােগ্য হতে হবে। বিএএফ ওয়েবসাইট হতে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার পূর্বে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রােল নম্বর সংগ্রহ করতে হবে। বি. দ্র. ভাঁজ করা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযােগ্য নয়।
অনলাইনে আবেদনের নিয়মাবলী:
- সরাসরি ওয়েবসাইট হতে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দেয়া যাবে। নিচের আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে।
আবেদন করুনঅফিসিয়াল লিংক