বাংলাদেশ বিমানবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৪৪টি পদে নিয়োগ দেওয়া  নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

 

  • বিমান বাহিনীতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান পরিচালনার দুর্লভ সুযােগ।
  • ইঞ্জিনিয়ার, লজিষ্টিক কর্মকর্তা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আকাশ প্রতিরক্ষা র্যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযােগ্য মিসাইল কন্ট্রোলার এবং আবহাওয়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযােগ।

 

বিদেশে প্রশিক্ষণঃ

  • প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ফ্লাইট ক্যাডেট এবং অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।

উচ্চ শিক্ষা সুবিধাঃ

  • বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি (এমআইএসটি) সহ দেশে-বিদেশে, এমবিএ, মাষ্টার্স, এমফিল, পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ রয়েছে।

 জাতিসংঘ মিশনঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনাগমনের সুযােগ।

বাংলাদেশ দূতাবাসঃ

  • বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।

সন্তানদের অধ্যয়নঃ

  • নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সকল শাহীন স্কুল/কলেজে (বাংলা ও ইংরেজী ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযােগ।

বাসস্থানঃ

  • নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযােগ।

ডিওএইচএস প্লটঃ  শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএইচএস প্লট প্রাপ্তির সম্ভাবনা।

 চিকিৎসাঃ

  • সামরিক হাসপাতালসমূহে নিজ, স্ত্রী ও সন্তানদের পাশাপাশি পিতা, মাতা, শশুর ও শাশুড়ি উন্নত চিকিৎসা সুবিধা পাবে। প্রয়ােজন হলে নগদ অর্থ। প্রদানসহ বিদেশে চিকিৎসার সুবিধা রয়েছে।

শাখা পরিবর্তনের সুযােগঃ

  • উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীগণ শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী শূণ্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশনের সুযােগ পাবেন। রেশন প্রাপ্তির সুবিধাঃ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সু-ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা

বয়স: ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তা: বাংলাদেশী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

শিক্ষাগত যোগ্যতা

  • জিডি ট্রেডের জন্য: ন্যূনতম ক্লাস IX বা সমমানের।
  • ক্লার্ক ট্রেডের জন্যঃ সর্বনিম্ন এসএসসি বা সমমানের।

বিঃদ্রঃ ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী:

  •  সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ৬০০/- (ছয়শত) টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরত্যাগ্য) এর বিনিময় প্রতি কার্যদিবসে ০৮০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত (পরীক্ষা চলাকালীন সময়ে) আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই টিবিএল, অগ্রণী, সােনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশােধযােগ্য হতে হবে। বিএএফ ওয়েবসাইট হতে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার পূর্বে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রােল নম্বর সংগ্রহ করতে হবে। বি. দ্র. ভাঁজ করা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযােগ্য নয়।

অনলাইনে আবেদনের নিয়মাবলী:

  • সরাসরি ওয়েবসাইট হতে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দেয়া যাবে। নিচের আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে।

 

আবেদন করুনঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

ফোনঃ ০২৫৫০৬০০০০ সম্প্রঃ ৫৬৯৬, ০১৭৬৯৯৯০০১১ (সকাল ০৯টা-দুপুর ০২টা) বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে লগ ইন করুন www.joinbangladeshairforce.mil.bd অথবা JoinBAF এনড্রয়েড অ্যাপটি ডাউনলােড করুন। 
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?