যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদসমূহ নিম্নরূপঃ

 ০১ | অধ্যাপক

ক) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ,
০১ টি স্থায়ী পদ
বেতন স্কেলঃ ৫৬৫০০-৭৪৪০০/সহকারী অধ্যাপক

০২ |সহকারী অধ্যাপক

ক) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ
খ) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/

৩।প্রভাষক
ক) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ,
০১ টি স্থায়ী পদ
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/

সর্বোচ্চ বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর (তবে অধিকতর যােগ্যতার ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য) 

সুযোগ সুবিধাসমূহ

  • বিভিন্ন পদ অনুসারে সরকারি বেতনস্কেলে মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
  • বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে শিক্ষকদের প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা।

আবেদনের যোগ্যতা

বিস্তারিত অফিসিয়াল লিংকে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।

আবেদন পদ্ধতি

আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়ােজনীয় সকল | কাগজপত্রসহ ক্রমিক নং ০১ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নং ০২ ও ০৩ এর জন্য ০৪ সেট আবেদন রেজিস্ট্রার, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি | বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবরে আগামী ০১/১১/২০২০খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
রেজিস্ট্রার, যবিপ্রবি এর কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.just.edu.bd হতে আবেদন ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে।

প্রার্থীকে আবেদনপত্রের সাথে মিলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে-
(ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র
(খ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ কপি ছবি
(গ) জাতীয় পরিচয় পত্র
(ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন। পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র । বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না।
দরখাস্তের সাথে “রেজিস্ট্রার, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি | বিশ্ববিদ্যালয়” এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে ক্রমিক নং ০১এর জন্য ৭৫০/- টাকা এবং ক্রমিক নং ০২ ও ০৩ এর জন্য ৫৫০/- মূল্যের | পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যেক

প্রার্থীকে তার প্রার্থীত পদের নাম, দপ্তর/ বিভাগের নামসহ খামের উপর স্পষ্টাকারে লিখতে হবে। প্রার্থীর যােগাযােগের বর্তমান ঠিকানা লিখিত ১০/- (দশ) টাকার | ডাকটিকেট সম্বলিত দুইটি ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযােজন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ১, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?