বাংলাদেশ সেনাবাহিনীর সেনাশিক্ষা কোর (Army Education Corps-AEC)এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ পদে সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী বাংলাদেশের পুরুষ নাগরিকদেরকে আবেদন করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়োগপ্রাপ্ত অফিসারদেরকে ১২ সপ্তাহের মৌলিক সামরিক কোর্স ও ১৯ সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ শেষে সেনাবাহিনীতে সরাসরি নিযুক্ত করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এলাকাভেদে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার স্থান ও সময় ভিন্ন ভিন্ন। অফিসিয়াল লিংকে বিস্তারিত দেখুন। পরীক্ষার দিনই এ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। অনলাইন আবেদন শেষে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ১১ ডিসেম্বর, ২০২০ তারিখে সকাল ৯:০০ টার সময় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষার বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। জানুয়ারি, ২০২১ সালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত মৌখিক ও ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে।
সুযোগ সুবিধাসমূহ
- নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, বিনামূল্যে সরকারি পােশাক-পরিচ্ছদ, পরিবারবর্গের জন্য।
- বিনামূল্যে চিকিৎসা, পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুযােগ।
- সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবেঃ
ক। শিক্ষাগত যােগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা বলে বিবেচিত হবে)। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.০০ এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০।
খ।বয়সসীমা:
১৪ মার্চ ২০২১ তারিখে সর্বনিম্ন ২০ বৎসর এবং সর্বোচ্চ ২৮ বৎসর।
বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
গ। শারীরিক যােগ্যতা:
(১) উচ্চতা – ১.৬৮ মিটার (৫-৬) ন্যূনতম।
(২) ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)
(৩) বুক – স্বাভাবিক- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)|
স্ফীত- ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
ঘ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীকবিবাহ বিচ্ছেদকারী নয়)।
উ। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য।
চ। সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না:
ক। সরকারী চাকুরী হতে বরখাস্তুত।
খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত।
গ। শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারণে কোন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত ।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
“আবেদন করুন” বাটনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্রের ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মােবাইল হতে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুসারে১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি (৫০০/-) জমা দিতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি জমা দেয়ার পর আবেদনপত্র কোনভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেয়ার পর প্রাপ্ত User ID ও Password দিয়ে উক্ত ওয়েবসাইটে Login হতে হবে।
সফলভাবে Login করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি **ADMIT CARD” Download করে প্রিন্ট করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল লিংক ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২৫, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক