বাংলাদেশ সেনাবাহিনীর সেনাশিক্ষা কোর (Army Education Corps-AEC)এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ পদে সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী বাংলাদেশের পুরুষ নাগরিকদেরকে আবেদন করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়োগপ্রাপ্ত অফিসারদেরকে ১২ সপ্তাহের মৌলিক সামরিক কোর্স ও ১৯ সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ শেষে সেনাবাহিনীতে সরাসরি নিযুক্ত করা হবে।

নিয়োগ প্রক্রিয়া:

এলাকাভেদে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার স্থান ও সময় ভিন্ন ভিন্ন। অফিসিয়াল লিংকে বিস্তারিত দেখুন। পরীক্ষার দিনই এ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। অনলাইন আবেদন শেষে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ১১ ডিসেম্বর, ২০২০ তারিখে সকাল ৯:০০ টার সময় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষার বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। জানুয়ারি, ২০২১ সালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত মৌখিক ও ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে।

সুযোগ সুবিধাসমূহ

  •  নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, বিনামূল্যে সরকারি পােশাক-পরিচ্ছদ, পরিবারবর্গের জন্য।
  • বিনামূল্যে চিকিৎসা, পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুযােগ।
  • সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবেঃ

ক। শিক্ষাগত যােগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা বলে বিবেচিত হবে)। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.০০ এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০।

খ।বয়সসীমা:
১৪ মার্চ ২০২১ তারিখে সর্বনিম্ন ২০ বৎসর এবং সর্বোচ্চ ২৮ বৎসর।
বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

গ। শারীরিক যােগ্যতা:
(১) উচ্চতা – ১.৬৮ মিটার (৫-৬) ন্যূনতম।
(২) ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)
(৩) বুক – স্বাভাবিক- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
|
স্ফীত- ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

ঘ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীকবিবাহ বিচ্ছেদকারী নয়)।

উ। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য।

 চ। সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না:

ক। সরকারী চাকুরী হতে বরখাস্তুত।

খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত।

গ। শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারণে কোন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত ।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

“আবেদন করুন” বাটনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্রের ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মােবাইল হতে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুসারে১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি (৫০০/-) জমা দিতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি জমা দেয়ার পর আবেদনপত্র কোনভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেয়ার পর প্রাপ্ত User ID ও Password দিয়ে উক্ত ওয়েবসাইটে Login হতে হবে।
সফলভাবে Login করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি **ADMIT CARD” Download করে প্রিন্ট করতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল লিংক ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২৫, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?