IOM কর্মীদের সমতার সুযোগ দেয় এবং নারীদেরকে আবেদন করতে উৎসাহিত করে।
এই অফিসটি ধূমপান মুক্ত কাজের পরিবেশ দেয়।
IOM বর্তমানে সিনিয়র প্রজেক্ট এ্যাসিসট্যান্ট খুঁজছে। যার কাজ হবে ব্যাম্বু ট্রীটমেন্ট সুবিধা তৈরি করা।
চাকরির পদবীঃ
সিনিয়ট প্রজেক্ট এ্যাসিসট্যান্ট
(ব্যাম্বু ট্রীটমেন্ট ফ্যাসিলিটি শেল্টার)
ডিউটির স্থানঃ
কক্সবাজার, বাংলাদেশ
শুরুর সময়ঃ
যতশীঘ্রই সম্ভব
ধরনঃ G-6 UN স্যালারি লেভেল
নিয়োগের ধরনঃ
স্পেশাল শর্ট টার্ম (শুরুতে ৬ মাসের জন্য, তবে বাড়ানোর সম্ভবনা রয়েছে)
বিভাগ/ইউনিটঃ
শেল্টার/NFI ইউনিট
সাধারণ কাজঃ
প্রোগ্রাম ম্যানেজার/কক্সবাজারের পিলার হেড এর সরাসরি সুপারভিশনে কাজ করা। এছাড়াও সিনিয়র প্রজেক্ট এ্যাসিসট্যান্টের সাব অফিসের হেড এর সর্বোপরি সুপারভিশনে কাজ করতে হবে। তবে যে প্রাসঙ্গিক ইউনিটের সাথে ভালো সমন্বয়ের মাধ্যমে সফলভাবে কাজ করবে তাকে কক্সবাজার সাব অফিসের প্রোগ্রামের কাজ বাস্তবায়নে নিয়োগ দেয়া হবে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- আকর্ষনীয় বেতন পাওয়ার সুযোগ।
- আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুযোগ।
আবেদনের যোগ্যতা
- নামকরা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় ডিগ্রি শেষ করতে হবে, এক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ইন্জিনিয়ারিং, আর্কিটেকচার, সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান বা এ সম্পর্কিত কোনো ফিল্ডের হলে এবং ৪ বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেয়া হবে।
- প্রান্তিক জনগণের জন্য প্রোগ্রাম করায় তাৎক্ষণিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- শেল্টার/NFI প্রোগ্রামে বিশেষত বন্টন ও সুবিধাজনক ট্রেনিং কাজের অভিজ্ঞতা প্রাধান্য দেবে।
- প্রশাসনিক ও অর্থ ব্যবস্থাপনা, বাজেট মনিটরিং,ক্যাশ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় দক্ষতা থাকতে হবে।
- ফিস সফটওয়্যার প্যাকেজ যেমনঃ এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি এবং স্প্রেডশিট এবং ডাটা এনালাইসিস এর দক্ষতা থাকতে হবে।
- প্রশাসনিক নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন ও বাস্তবায়নে কাজের অভিজ্ঞতা।
আবেদন পদ্ধতি
উল্লেখিত যোগ্যতা থাকলে প্রার্থীরা ইমেইল করতে পারেন। তবে মেনশন করতে হবে-
- রেফারেন্স কোডসহ সাবজেক্ট এ লিখতে হবে–
SVN018/2020/S-BD1; Senior Project Assistant (Bamboo treatment facility-Shelter/NFI)
ইমেইল ঠিকানা: [email protected]; - এ্যাপ্লিকেশন লেটার/ কভার লেটার
- সিভি
- পার্সোনাল হিস্ট্রি ফর্ম যেটা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন-
https://bangladesh.iom.int - একটি ছবি স্ক্যান করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: মে ১১, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক



