সারাদেশের শিক্ষার্থীদের আরো সুরক্ষিত ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে ডিনেট, ইউএসএআইডি’র ‘অবিরোধঃ সহনশীলতার পথে’ প্রকল্পের সহায়তায় ‘উগ্রবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য ই-অ্যাওয়ারনেস’ প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রচেষ্টাকে সফল করতে অংশীদার হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ, বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, গুগল ডেভেলপার গ্রুপ ক্লাউড বাংলা, ঢাকা ট্রিবিউন, সমকাল, প্রথম আলো এবং কিশোর আলো এক সঙ্গে কাজ করছে।
শিক্ষার্থীদের সুরক্ষিত ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ডিনেট একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। শিক্ষার্থীদের ইন্টারনেটে সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা, ডিজিটাল আইন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়মাবলী, সাইবার অপরাধ, গুজব, অনলাইনে সহিংস উগ্রবাদের প্রচারে বিরোধিতা, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরো অনেক বিষয়ে তথ্য থাকছে এই প্ল্যাটফর্মে।
এই ই-লার্নিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করার জন্যে থাকছে বিভিন্ন কন্টেন্ট এবং সেই সম্পর্কিত ২০ রাউন্ড কুইজ। বিশ রাউন্ডের সবগুলোতে অংশ নিয়ে যারা ৬০% পয়েন্ট স্কোর করতে পারবে, তারা সবাই পাবে এই বিশেষ অনলাইন সার্টিফিকেট।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
একটি অনলাইন সার্টিফিকেট।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো নাগরিক
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
নিবন্ধন করুন – https://cyberchamp.com.bd/register
কুইজ খেলুন –
https://cyberchamp.com.bd/quiz
আবেদন করুনঅফিসিয়াল লিংক