• ডিসেম্বর ২৭, ২০১৮
  • National Art Gallery, Bangladesh জাতীয় চিত্রশালা-বাশিএ

প্রতিবারের মত এবারও শিশুদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর,২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ শিশুতোষ আলোকচিত্র উৎসব ‘বায়োস্কোপ ৩’

এবার দেশের বেশ কয়েকটি জেলায় বায়োস্কোপ আলোকচিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

নির্বাচিত আলোকচিত্রী পাবে
১। নির্বাচিত আলোকচিত্র ফ্রেমসহ।
২। টি শার্ট।
৩। ক্রেস্ট।
৪। সার্টিফিকেট।
৫। পুরস্কারের জন্য মনোনীত হলে নগদ অর্থও পুরস্কার দেয়া হবে।
৬। নির্বাচিত ছবি ধারাবাহিকভাবে জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে।

আবেদনের যোগ্যতা

শর্তাবলীঃ
১। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি করে ছবি জমা দিতে পারবে।
২। আলোকচিত্র সর্বনিম্ন ৩ MB হতে হবে। (মোবাইলে তোলা আলোকচিত্র ৩ MB এর নিচে হলেও চলবে)
৩। প্রতিটি আলোকচিত্রের জন্য আলাদা শিরোনাম দিতে হবে।
৪। ফর্মে রেজিস্ট্রেশনের পর আমাদের ইমেইলে ছবি পাঠানোর সময় ছবির নামের স্থানে রিনেইম করে ছবির শিরোনাম/ক্যাপশন লিখে দিতে হবে।

(ফর্মটি পুরন করার পর ছবির ক্যাপশন Full name_Category_Caption of the Photo
Ex : Ruhul amin_DSLR/mobile/others_Moonlit Night এভাবে লিখে ইমেইল করতে হবে)

৫। ফর্মে পূরণকৃত জন্ম তারিখ ও সন, জন্মনিবন্ধন/একাডেমীক সনদের সাথে মিল না পাওয়া গেলে উৎসব কর্তৃপক্ষ যেকোনো সময় অংশগ্রহনকারীকে প্রতিযোগীতা থেকে বাতিল ঘোষনা করতে পারে।
৬। উৎসব বাতিল, সংশোধন, পরিমার্জনসহ সকল ক্ষমতা শিশুদের জন্য ফাউন্ডেশন এর উপর ন্যাস্ত।
৭। আলোকচিত্র জমা দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০১৮ রাত ১২টা।
৮। প্রেরিত ছবিতে কোন প্রকার জলছাপ বা বর্ডার ব্যবহার করা যাবে না।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: Bangladesh

আবেদন পদ্ধতি

ছবি জমা দেওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করুনঃ
https://goo.gl/forms/ubNTB59n35tU9SAs2

ফর্মটি পূরণ করার পর যা করতে হবেঃ

ছবির ক্যাপশন Full name_Category_Caption of the Photo
Ex : Ruhul amin_DSLR/mobile/others_Moonlit Night
এভাবে লিখে ইমেইল করতে হবে

ইমেইলঃ
[email protected]

রেজিস্ট্রেশন ফিঃ
৭০০ টাকা মাত্র। (প্রতিটি নির্বাচিত আলোকচিত্রের জন্য)

 

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৩০, ২০১৮

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

যে কোন প্রয়োজনে- 01680220485
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?