• ড্যানিশ এম্বাসি, ঢাকা

ড্যানিশ এম্বাসি অফ ঢাকা দিচ্ছে বাংলাদেশের মেধাবী তরুণদের  আগামী ৬ ফেব্রুয়ারী তারিখে একদিনের জন্য শ্যাডো এম্বাসেডর হওয়ার চমৎকার একটি সুযোগ। শুধুমাত্র কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি লাভ করবেন ড্যানিশ এম্বাসিতে যাওয়ার সুযোগ ও একটি “এ্যাকশান প্যাকেজ ডে” এবং ড্যানিশ এম্বাসেডর মাইকেল হেমনিটি উইন্থার (Mikael Hemniti Winther) এর সাথে সাক্ষাতকার।

শ্যাডো এম্বাসেডর এর জন্য আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে (৭৫ শব্দের মধ্যে) হবেঃ

  • আপনি একজন শ্যাডো এম্বাসেডর হয়ে কোন কোন বিষয় জানার আগ্রহ রাখেন?
  • শ্যাডো এম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়ে আপনি কিভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবেন?

আবেদনের শেষ তারিখ ৩১শে জানুয়ারী, ২০১৮।

Shadow Ambassador Announcement!

WANT TO BE A DIPLOMAT FOR A DAY?The Danish Ambassador is looking for a young, talented Bangladeshi to join him as Shadow Ambassador for a Day! Apply now ➡️ http://bit.do/ShadowAmbassador 👉 The deadline is January 31st, 2018.

Posted by Embassy of Denmark in Bangladesh on Tuesday, January 16, 2018

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • মাইকেল হেমনিটি উইন্থার এর সাথে কিভাবে বাংলাদেশে এম্বাসি কাজ করে এই বিষয়গুলো জানার সুযোগ লাভ করবেন।
  • কিভাবে একটি আন্তর্জাতিক অঙ্গনে রাজনীতি, ব্যবসা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্পোরেশগুলো একসাথে কাজ করে সেই বিষয়গুলো জানার সুযোগ লাভ করবেন।

 

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • আপনার বৈদেশিক নীতি ও দুর্নীতি দমন বিষয়ে আগ্রহ থাকতে হবে।
  • বয়স ৩০ বছরের কম হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে ইমেইল এর মাধ্যমে ও নিম্নোক্ত বিষয়গুলো থাকতে হবে-

  • আপনার নামঃ
  • বাসার ঠিকানাঃ
  • ইমেইল আইডিঃ
  • ফোন নম্বরঃ
  • জাতীয় পরিচয় পত্রের নম্বরঃ
  • জন্মতারিখঃ
  • শিক্ষাগত যোগ্যতাঃ
  • ভাষা (যে কয়টি বলা হয়)ঃ

এই বিষয়গুলো ও আপনার প্রশ্নের জবাব এই ইমেইল আইডি [email protected] এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ৩১ শে জানুয়ারীর মধ্যে। ইমেইল সাবজেক্ট এ অবশ্যই “Shadow Ambassador for a Day” কথাটি থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০১৮

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?