খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ক সংগঠন ‘কৃষ্টি’ এই ২য় বারের মত আয়োজন করতে চলেছে ‘আবর্তন’ শিরোনামে ‘ইন্টার ইউনিভার্সিটি মিউজিক ফেস্ট, ২০২০, সিজন- ২’!
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ক সংগঠন বা দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
# ক্যাটাগরি:
যেকোনো বাংলা গান। যেমনঃ
০১. লোকসঙ্গীত
০২. রক
০৩. হেভি মেটাল
০৪. আধুনিক
০৫. পপ
০৬. রবীন্দ্র সঙ্গীত
০৭. নজরুল গীতি
০৮. অনান্য
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
০১. অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একই প্লাটফর্মে পারফর্ম করার এবং যোগসূত্র তৈরির সুযোগ।
০২. টি-শার্ট
০৩. অনুষ্ঠানের দিনে রাতের খাবার।
০৪. প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
০৫. খুলনা বিশ্ববিদ্যালয়ের হলে অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা করা যাবে। (যদি প্রয়োজন হয়)
আবেদনের যোগ্যতা
# আবেদনের যোগ্যতা:
০১. অবশ্যই বাংলা গান হতে হবে।
০২. আবেদনকারী টিমের মেম্বারদের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
০৩. প্রতি ইন্সটিটিউশন সর্বোচ্চ ২৫ মিনিটের স্লট পাবে (সাউন্ড চেক সহ)।
০৪. যে বিশ্ববিদ্যালয়ে কোন গানের সংগঠন নেই তারা নিজেরা একটা টিম তৈরি করে রেজিস্ট্রেশন করতে পারবে।
০৫.আবেদনকারী দল নিজ উদ্যোগে স্ব স্ব বাদ্যযন্ত্র নিয়ে আসবে।
০৬. গানের কথা অশ্লীলতা বর্জিত হতে হবে।
# নীতিমালা:
০১. প্রতি বিশ্ববিদ্যালয় থেকে কেবল একটি সংগঠন অংশ নিতে পারবে। সেক্ষেত্রে যে সংগঠন আগে রেজিস্ট্রেশান করবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
০২. হিন্দি, ইংরেজি বা কোন অশ্লীল বা অপসংস্কৃতিমূলক গান পরিহার করতে হবে।
০৩. রেজিস্ট্রেশানের সময় ট্র্যাকলিস্ট দিতে হবে।
০৪. একই সাথে টিম মেম্বারদের টি-শার্ট সাইজ দিতে হবে।
০৫. যারা পারফর্ম করবে তারাই কেবল সুযোগ-সুবিধাগুলো পাবে। পারফর্মার ব্যাতিত অন্য কেউ কনো সুযোগ-সুবিধা পাবে না।
০৬.কোন প্রকার রেজিস্ট্রেশন ফি নেই।
০৭. অংশগ্রহণকারি দলের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে (প্রয়োজনে)।
আবেদন পদ্ধতি
রেজিস্ট্রেশন করার জন্য নিম্নোক্ত ফরম্যাটে ইমেইল করুন [email protected] এই ঠিকানায়।
০১. Subject: REG_Team Name_University_IUMF2020
(Example: REG_Kristy_Khulna University_IUMF2020)
০২. Details: Name of each participant, University Name, Batch and Department Name, T-shirt size.
আবেদনের শেষ তারিখ: মার্চ ১০, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক