Kids Time মেলা শিশুদের সৃজনশীলতা এবং Problem-solving skill বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। Kids Time তাদের বিভিন্ন সেন্টারে শিশুদের ভবিষ্যৎ দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করে শিশুদের সাথে এবং অভিভাবকদের সাথে। এই মেলায় শিশুদের এবং অভিভাবকদের জন্য বিভিন্ন চমৎকার সব আয়োজন রাখা হয়েছে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
শিশুদের জন্য যা থাকছেঃ
শিশুদের জন্য সম্পূর্ণ একটি আলাদা জোন করা হচ্ছে যেখানে ৮ টি বুথে বিভিন্ন কাজ থাকছে যেগুলোর মাধ্যমে শিশুর সৃজনশীলতা বাড়ানো হবে। শিশুরা সবগুলো বুথে কাজ শেষ করে Kids Time থেকে একটি চমৎকার সার্টিফিকেট পাবে। বুথগুলো হলঃ
1. Inspiration Booth
2. Creative Design Booth
3. Doodling Booth
4. Crafting Booth
5. Finger Puppet Booth
6. Maize-Puzzle Booth
7. Story Booth
8. Certificate Booth
অভিভাবকদের জন্য যা থাকছেঃ
অভিভাবকরা শিশুদেরকে তাদের বুথে রেখে তাদের জন্য তৈরি জোনে চলে যাবেন। সেখানে অভিভাবকদের জন্য থাকছে আলাদা সব বুথ। এক একটি বুথে বিভিন্ন জিনিস থাকছে।
1. Togumogu Booth
2. Parenting Information Booth
3. Parenting Course Booth
4. Kids Time Showcasing Booth
5. Crafting and Creative Booth
6. Kids Time Admission Booth
7. Parenting Quiz Booth
এছাড়া মেলায় যারা আসছেন তাদের জন্য কিছু বিশেষ সুযোগ থাকছে Kids Time এর পক্ষ থেকে। সেগুলো হলঃ
১। বিশেষ ছাড়ে কিডস টাইমে শিশুকে ভর্তি
২। অনলাইন ফ্রি Parenting Course এ Enroll করার সুযোগ
৩। Parenting নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলার সুযোগ
আবেদনের যোগ্যতা
মেলাটি শুধুমাত্র ৪-১০ বছর বয়সী শিশু এবং তাদের অভিভাবকদের জন্য আয়োজন করা হচ্ছে।
এন্ট্রি ফিঃ
৫০০ টাকা (একজন শিশু এবং দুইজন অভিভাবক)
৮০০ টাকা (দুইজন শিশু এবং দুইজন অভিভাবক)
১০০০ টাকা (তিনজন শিশু এবং দুইজন অভিভাবক)
অভিভাবকরা তাদের সাথে ৪ বছরের ছোট শিশু নিয়ে আসতে পারবেন। যেসব শিশুরা ‘শিশুদের জোনে’ ঢুকবে না তারা ফ্রি আসতে পারবে অভিভাবকের সাথে। সেক্ষেত্রে কোন চার্জ হবে না। ৪ বছরের ছোট শিশুরা ‘শিশুদের জোনে’ আয়োজন করা কাজগুলো করার মতো শারীরিক এবং মানসিক দক্ষতা তৈরি হয়নি।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: Bangladeshআবেদন পদ্ধতি
মেলার রেজিস্ট্রেশন এবং টিকেটঃ
মেলায় অংশ নিতে অবশ্যই রেজিস্ট্রেশন এবং টিকেট সংগ্রহ করতে হবে। অনলাইনেই অভিভাবকরা সেটি করতে পারবেন।
কেবল ১০০০ টিকেট দেয়া হবে মেলার জন্য। তাই যারা আগে রেজিস্ট্রেশন করে টিকেট ফি দিয়ে দিবে তাদেরকেই টিকেট দেয়া হবে।
আবেদন করুনঅফিসিয়াল লিংক