ইউএসএআইডি (United States Agency for International Development or USAID) মার্কিন সরকারের অধীন একটি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা। এটি মার্কিন সেক্রেটারি অফ স্টেট-এর নির্দেশনায় পরিচালিত হয়। এ সংস্থাটি বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে থাকে।
ইউএসএআইডি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। ১৯৭১ সাল থেকে সংগঠনটি বাংলাদেশে কাজ করে আসছে। সংস্থাটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সহায়তা করেছে।
ইউএসএআইডি বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (রোভিং), এফএসএস-০৬
পদের সংখ্যা: অনির্ধারিত
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
সুযোগ সুবিধাসমূহ
বেতন: মাসে ৭৮,৯০৯ থেকে ১,৩৬,৫৯৯ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুদিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। করণিক কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রশাসনিক কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই নথিপত্র তৈরি ও ব্যবস্থাপনা এবং মেইল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।আবেদন পদ্ধতি
“আবেদন করুন” বাটনে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২৭, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক