ফেলোশিপ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন বিভাগে অ্যাসোশিয়েট পদে নিয়োগ দিচ্ছে টিচ ফর বাংলাদেশ । টিচ ফর বাংলাদেশ একটি স্বতন্ত্র সংগঠন যা Teach For All Network এর সদস্য এবং এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে। টিচ ফর বাংলাদেশ প্রতিবছর শতাধিক ফেলো নিয়োগ দেয়, যারা ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার ও উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত হবেন। রিক্রুটমেন্ট অ্যাসোসিয়েট ২০২৩ সালের এবং পরবর্তী ফেলোদের নিয়োগ প্রক্রিয়ার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দিবেন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে “অফিসিয়াল লিংক” ভিজিট করুন।
সুযোগ সুবিধাসমূহ
- বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক বেতন
- উৎসব ভাতা ( বছরে দুটি )
- স্বাস্থ্যবীমা, বার্ষিক ছুটি, চিকিৎসা ছুটি
- প্রশিক্ষণ এবং ভ্রমণের সুযোগ
আবেদনের যোগ্যতা
- স্থানীয় বা আন্তর্জাতিক, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে প্রাধান্য দেয়া হবে ।
- ১-৪ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেয়া হবে বিশেষ করে মার্কেটিং, সেলস, রিক্রুটমেন্ট ইত্যাদি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা
- বাংলা ও ইংরেজিতে অসামান্য যোগাযোগ দক্ষতা
- বিস্তারিত জানতে অফিসিয়াল লিংক ভিজিট করুন।
আবেদন পদ্ধতি
আপনার সিভি এবং কভার লেটার [email protected] এ ঠিকানায় ইমেইল করতে হবে । ইমেইলের সাব্জেক্ট ঘরে পদের নাম অর্থাৎ ”Associate, Fellowship Recruitment and Selection” উল্লেখ করুন । আপনার কভার লেটার সর্বোচ্চ এক পৃষ্ঠা হতে হবে এবং এতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে ।
আবেদন করুনঅফিসিয়াল লিংক