১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময়ে বাংলাদেশ নৌ-বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। তখন তারা চরম দুর্দশা ভোগের মধ্য দিয়ে গিয়েছে। নৌ-বাহিনী যুদ্ধের সময় প্রায় ৪৫ টি অপারেশন পরিচালনা করেছে যেখানে গেরিলা ওয়ারফেয়ার সহ আনকনভেনশনাল কমান্ডো এবং ঐত্যিহগত নেভাল অপারেশন ছিল।
যুদ্ধের শুরু থেকে বাঙালি নাবিকরা গেরিলা ফোর্স ছেড়ে আসতে লাগল। ৮ জন নাবিক যারা পাকিস্তানি নৌ-বাহিনী সাব-মেরিন পিএনএস ম্যানগ্রো-তে পক্ষত্যাগ করেছিল, যেটার আন্ডার কন্সট্রাকশন ছিল ফ্রান্সে। এছাড়াও নেভাল বিষয়বস্তু গঠনের পথপ্রদর্শক ছিল স্বাধীনতা যুদ্ধ। তারপর বিভিন্ন নেভাল কর্মীরা অংশগ্রহণ করেছিল।
ঐতিহ্যবাহী এই বাহিনীতে ক্যাডেট অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। চাইলে আপনিও হতে পারেন এই বাহিনীর একজন গর্বিত সদস্য।
সিলেকশন পদ্ধতি:
- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভাইবা।
- লিখিত পরীক্ষা
- আইএসএসবি পরীক্ষা।
- ফাইনাল স্বাস্থ্য পরীক্ষা।
- ফাইনাল সিলেকশন।
- জয়েনিং
সুযোগ সুবিধাসমূহ
- স্মার্ট ক্যারিয়ার
- বিদেশে ট্রেনিং-এর সুযোগ
- উচ্চ ট্রেনিংয়ের সুবিধা
- ইউএন মিশন
- বাসস্থানের ব্যবস্থা
- স্বাস্থ্য বীমা
আবেদনের যোগ্যতা
- ১৬.৫ থেকে ২১ বছর বয়সের যে কেউ অংশ নিতে হবে।
- পুরুষদের জন্য ১৬২.৫ সেন্টিমিটার (৫’-৪’) ও নারীদের জন্য ১৫৭.৪৮ সেন্টিমিটার (৫’-২’) উচ্চতা।
- ওজনের ক্ষেত্রে পুরুষদের কমপক্ষে ৫০ কেজি এবং নারীদের জন্য ৪৭ কেজি।
- অবিবাহিত হতে হবে।
- বাংলাদেশী জাতীয়তাবাদী হতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন।
আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ১১, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক