ফিলার এডুকেশন হলো একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি আইইএলটিএস, ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট, স্যাট প্রস্তুতি সহ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ সব প্রিমিয়াম অনলাইন কোর্স সমূহ পরিচালনা করে থাকে।
বর্তমানে নিজেদের কার্যক্রম এগিয়ে নিতে ফিলার এডুকেশন বেশ কিছু ক্যাটাগরিতে দক্ষ ও আগ্রহী ইন্টার্ন খুঁজছে। পেশাদার কাঠামোর অধীনে আপনার নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন দক্ষতা বিকাশের এটি একটি অনন্য সুযোগ। প্রতিটি দলের সেরা ইন্টার্ন পাবেন ২০ হাজার টাকার গিফট ভাউচার সহ অন্যান্য সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীগন আগামী ৮ এপ্রিল ২০২১ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এই ইন্টার্নশিপের মাধ্যমে সৃজনশীলতা, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং যোগাযোগের সক্ষমতার চ্যালেঞ্জ জানাতে পারবে। এছাড়া পেশাদার পরিবেশে কাজ করার জন্য নেতৃত্ব, পর্যবেক্ষণে পুরোপুরি মনোনিবেশ করবে, যা তাদের একাডেমিক এবং অতিরিক্ত-পাঠ্যক্রমিক বিকাশের পাশাপাশি কোন কিছু মোকাবেলায় অভিজ্ঞতা হবে যা জীবনে প্রভাব ফেলবে। এছাড়াও আকর্ষনীয় পুরস্কার, বিদেশে উচ্চশিক্ষার সময় সকলভাবে সাহায্য, ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই।
ক্যাটাগরি সমূহ
১। ভিডিও এডিটর।
২। গ্রাফিক্স ডিজাইনার।
৩। ব্যবস্থাপনা
৪। মার্কেটিং।
৫। কনটেন্ট রাইটার।
সময়সীমাঃ ৬ মাসের ইন্টার্নশিপ পিরিয়ড।
ভিডিও এডিটরঃ
– অবশ্যই ভিডিও এডিটিং এ দক্ষ হতে হবে। Powtoon/ Doodly সফটওয়্যার এ দক্ষতা থাকলে অধিক গুরুত্ব দেওয়া হবে।
– অডিও/ভিডিও তৈরি, সম্পাদনায় দক্ষ হতে হবে।
– ওয়েবসাইট অথবা ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউবে ভিডিও কনটেন্ট পাবলিশিং সম্পর্কে জানতে হবে।
– ভিডিও এডিটিং এবং স্ক্রিন রেকর্ডার ব্যবহারে সক্ষম একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
গ্রাফিক্স ডিজাইনারঃ
– অবশ্যই অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এ দক্ষ হতে হবে।
– অবশ্যই পাওয়ার পয়েন্ট/গুগল স্লাইডে প্রেজেন্টেশন ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
– লেআউট, কালার কম্পোজিশন, টাইপোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্ট এ সৃজনশীল দক্ষতা থাকতে হবে।
– সমসাময়িক ডিজাইন ট্রেন্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ব্যবস্থাপনাঃ
– অবশ্যই এক্টিভ থাকতে হবে এবং ইন্টার্ন সম্পর্কে কর্তৃপক্ষকে আপডেট জানাতে হবে।
– অবশ্যই মাইক্রোসফট এক্সেল অথবা গুগল স্প্রেডশিট এর ব্যবহার জানতে হবে।
– আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপন, কর্মচারী প্রশিক্ষণে দক্ষতা বিকাশ।
– ইমেইল, ফেসবুক ইত্যাদির ফরমাল কমিউনিকেশন এর দক্ষতা থাকতে হবে।
মার্কেটিংঃ
-ডিজিটাল বিপণনের সঠিক জ্ঞান থাকতে হবে; বিক্রয়, মার্কেটিং, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড পরিচালনায় পূর্বের অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে।
-লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা।
-বর্তমান বাজারের বিস্তৃত জ্ঞান থাকতে হবে।
-উদ্ভাবনী মার্কেটিং আইডিয়া প্রয়োগের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
কনটেন্ট রাইটারঃ
– সৃজনশীল লেখালেখির দক্ষতা থাকতে হবে।
– আকর্ষণীয় এবং তথ্যবহুল কনটেন্ট লিখতে হবে।
– প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য পোস্ট এবং বিজ্ঞাপনের কনটেন্ট লিখতে হবে।
– ভালো কন্টেন্ট তৈরির জন্য গবেষণা দক্ষতা থাকতে হবে।
– প্রকাশনার আগে এবং ব্লগ পোস্ট প্রকাশের আগে সম্পাদনা।
– বিজ্ঞাপন প্রচারের জন্য কনটেন্ট বিকাশে মার্কেটিং টিমকে সহায়তা করা।
সুযোগ সুবিধাসমূহ
সুযোগ সুবিধাসমূহ:
– ফিলার এডুকেশন এর প্রিমিয়াম কোর্সে ইন্টার্ণ দের জন্য বিশাল ডিসকাউন্ট সুবিধা।
– প্রতিটি দলের সেরা ইন্টার্ন পাবেন ২০ হাজার টাকার গিফট ভাউচার (এটি ফিলার এডুকেশনের কোর্স কেনার জন্য ব্যবহার করা যাবে)।
– দেশের বাইরে স্কলারশীপ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নরত ফিলার এডুকেশন এর বিশেষজ্ঞ পরামর্শদাতাদের ফিডব্যাক, সহায়তা এবং টিপস।
– বিশ্বব্যাপী শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।
– সফলভাবে ইন্টার্নশিপ শেষে প্রার্থীগণ সার্টিফিকেট এবং চাকরির ক্ষেত্রে সুপারিশ পত্র/ একাডেমিক রেকমেন্ডেশন লেটার পাবে।
– প্রার্থীগণ ইন্টার্নশিপ পিরিয়ডের পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ীভাবে ফিলার এডুকেশন এ যোগদানের সুযোগ পাবে।
আবেদনের যোগ্যতা
যেসব বিষয় সকল আবেদনকারীর মাঝে থাকা আবশ্যকঃ
– ইংরেজিতে দক্ষ, বিশেষত লেখায়।
– ভালো যোগাযোগ দক্ষতা।
– প্রতিষ্ঠানের সংস্কৃতির সাথে অবশ্যই সুশৃঙ্খল, বিনয়ী থাকতে হবে।
– চাপের মধ্যে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়াঃ
– আবেদনের জন্য আবেদনকারীর একটি কভার লেটার সহ সিভি/রিজিউমি এবং পোর্টফোলিও অথবা কাজের স্যাম্পল লিংক ইমেইল করতে হবে।
– ইমেইল ঠিকানাঃ [email protected]
– ইমেইল করার সময় সাবজেক্টে পদের নাম লিখতে হবে। যেমনঃ “Applying for the position of a Video Editor”
উল্লেখ্য, একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: এপ্রিল ৮, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক