ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) একটি অলাভজনক সংগঠন, যেটি মূলত বাংলাদেশের তরুণদের উন্নয়নে কাজ করে।
ডিওয়াইডিএফ বর্তমানে একদল মেধাবী ও উদ্যমী তরুণ খুঁজছে যারা তাদের ভবিষ্যৎ গড়তে ও পেশাগত অভিজ্ঞতা অর্জনে ইন্টার্নশিপের করতে চায়।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কাজ করার মাধ্যমে প্রশিক্ষিত ব্যক্তিদের সাথে পেশাদার পরিবেশে কাজের অভিজ্ঞতা লাভ করবে এবং শিখতে পারবে কীভাবে সে পরিবেশে খাপ খাওয়াতে হয়।
বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।
কাজের বর্ণনা:
১. অফিসিয়াল ডকুমেন্টস ম্যানেজ করা এবং প্রয়োজনীয় ফাইলগুলো তৈরি করা।
২. সতর্কভাবে একাউন্ট রাখা এবং সংগঠনের প্রোগ্রাম সম্পর্কে সিনিয়রদের জানানো।
৩. ইভেন্ট খুলতে সহায়তা করা এবং টিমের সাথে কাজ করা।
৪. সেই সম্পর্কিত ডকুমেন্ট ও প্রপোজাল লেটার তৈরি করা।
৫. স্পন্সরের সাথে যোগাযোগ করে বিনিয়োগকারী ম্যানেজ করা।
৬. মাসিক লক্ষ্যগুলো পূরণ করতে সংগঠনের স্টকহোল্ডারদের সাথে সমন্বয় করা।
সময়সীমা: ৩/৬ মাস
সময়: প্রথম ধাপ- সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা
দ্বিতীয় ধাপ-দুপুর ২.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
মাসিক ৫০০০/- টাকা সম্মানী দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
- আন্ডারগ্রাজুয়েট বা রানিং শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিতে পারবে।
- যে কোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে ফাইন্যান্স বা একাউন্টিং এর শিক্ষার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
- বাংলা এবং ইংরেজিতে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে।
- সহশিক্ষা কার্যক্রমে ভালো দক্ষতা থাকতে হবে। ( ক্লাব, প্রতিযোগিতা, বিতর্ক, অলিম্পিয়াড, স্বেচ্ছাসেবা, MUNs ইত্যাদি)
- বাংলা এবং ইংরেজিতে ভালো টাইপিং এর দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে।
আবেদন পদ্ধতি
এই ঠিকানায় আপনার সিভি মেইল করুন: [email protected]
আবেদন করুনঅফিসিয়াল লিংকবিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।