ইউনিসেফ পৃথিবীর সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন স্থানে কাজ করে। তাদের জীবন বাঁচাতে এবং তাদের অধিকার রক্ষার্থে ইউনিসেফ নিরলসভাবে কাজ করে চলেছে।
তারা বিশ্বের ১৯০টির ও বেশি দেশে শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রতি জায়গায় প্রতিদিন কাজ করে চলেছে।
ইন্টার্নের নির্দিষ্ট কার্যক্রমঃ
একজন ইন্টার্ন নিম্নবর্ণিত বিষয়ে সহযোগিতা প্রদান করবেঃ
- পিইডীপি৪ -এ অন্তর্ভুক্ত বাংলাদেশের জন্য প্রযোজ্য থ্রি-স্টার এপ্রোচের বৈশ্বিক প্র্যাকটিসের পর্যালোচনা করা।
- বর্তমান চাহিদার উপর ভিত্তি করে থ্রি-স্টার এপ্রোচ এবং আপডেট বাস্তবায়নের পরিকল্পনা পর্যালোচনা করা।
- অপারেশনাল পরিকল্পনা, শক্তিশালী ইকুইটি, জলবায়ু স্থিতিশীলতা/ডিআরআর উপাদান নিশ্চিত করা।
- থ্রি-স্টার এপ্রোচের জন্য বিভিন্ন কন্টেন্ট প্রস্তুত করা যেমন ট্রেনিং মডিউল, ওয়ার্কশপ কন্টেন্ট ইত্যাদি।
- প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করা।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- ৩৫০০০ টাকার মাসিক বেতন।
- ঢাকার বাইরে অবস্থান করার জন্য ৮-১০ দিনের খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতাঃ
শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন/সামাজিক বিজ্ঞান অথবা স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি-এসব বিষয়ে ব্যাচেলর্স ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ
কোন উদ্ভূত সমস্যা মোকাবেলার জন্য অপারেশনাল পরিকল্পনা নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে।
জলবায়ু পরিবর্তন/শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত অবনতির প্রভাব কমানোর জন্য বৈশ্বিক অবস্থান সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
বিদ্যালয়ে বাস্তবায়িত ওয়াশ প্রকল্পের থ্রি-স্টার এপ্রোচ সম্পর্কে জ্ঞান রয়েছে।
ইক্যুইটি সম্পর্কে সচেতন(লিঙ্গ, অন্তর্ভুক্তি, এবং অক্ষমতা)- ফোকাসড প্রোগ্রামিং এবং এর বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা রয়েছে।
চমৎকার যোগাযোগ দক্ষতা।
ইংরেজিতে দক্ষতা।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
কোম্পানি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করুন।
আবেদনের শেষ তারিখ: মে ৭, ২০১৯
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক