পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) প্রতিষ্ঠার পর থেকে পিপিআরসি দারিদ্র্য, সামাজিক সুরক্ষা, ভূমি, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, শাসন, স্থানীয় শাসন, রাজনৈতিক উন্নয়ন, মান, মৌলিক শিক্ষা এবং টেকসই নগরায়নের বিষয়ে গবেষণা ও নীতিগত অগ্রগতির শীর্ষে রয়েছে। এর মূল বিষয়বস্তু বাংলাদেশের বর্তমান এবং উদীয়মান অগ্রাধিকারকে প্রতিফলিত করে। কেন্দ্রীয় গণতন্ত্র ও উন্নয়নের উপর আঞ্চলিক এবং আন্তর্জাতিক আলোচনায় গভীর অন্তর্দৃষ্টি ও আগ্রহ বজায় রাখে।
PPRC স্বল্পমেয়াদী (৩ মাস) এবং দীর্ঘমেয়াদী (৬ মাস থেকে ১ বছর) উভয় ইন্টার্নশিপের জন্য ইন্টার্ন নিয়োগ করে। নগরায়ন, স্বাস্থ্য, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, এসডিজি ইত্যাদির মতো বিশিষ্ট নতুন পলিসি এজেন্ডা জুড়ে ইন্টার্নরা PPRC- এর গবেষণাকর্মের মুখোমুখি হবে এবং অভিজ্ঞতার আলোকে মূল্যায়িত হবে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- গবেষণার বাস্তবিক জ্ঞান অর্জনের সুযোগ
- দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের অধীনে কাজ করার সুযোগ
- গবেষণা খাতের নেতৃত্বস্থানীয় সংগঠনের সাথে কাজ করার সুযোগ।
আবেদনের যোগ্যতা
অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন ও অন্যান্য সামাজিক বিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
পিপিআরসির ওয়েবসাইটর মাধ্যমে অথবা আবেদন লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ৬, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক



