জাগো ফাউন্ডেশনে পার্টনারশিপ এবং ব্র্যান্ডিং বিভাগ এ ইন্টার্ণ নিয়োগ করা হবে।
পদ: ইন্টার্ন – পার্টনারশিপ এবং ব্র্যান্ডিং বিভাগ সময়কাল: ৩ মাস
অফিসের সময়: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা
চাকরির অবস্থান: বনানী, ঢাকা (অফিসে কাজ)
জাগো ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম সিভিল সোসাইটি সংস্থা, যা ২০০৭ সাালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশসটি দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে ৪,০০০ সুবিধাবঞ্চিত শিশুকে জাগো ফাউন্ডেশন বর্তমানে বিনামূল্যে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আপনি যদি এই সংস্থাটির সাথে কাজ করতে আগ্রহী হোন, তাহলে এখনই আবেদন করুন।
সুযোগ সুবিধাসমূহ
- বেতন: ৫ হাজার
- অন্যান্য সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
- স্নাতক উত্তীর্ণ বা অধ্যায়নরত (মার্কেটিং)
- মাইক্রোসফট অফিস (আউটলুক, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার-পয়েন্ট) জানা
- দ্রুত শেখার ক্ষমতা
- ভালো যোগাযোগ এবং লেখার দক্ষতা
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
সাবজেক্ট লাইন “Intern – Partnership & Branding Department” দিয়ে মেইল করুন: [email protected] jaago.com.bd
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ৬, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক