বেঙ্গল সফ্টওয়্যারের সাথে পেইড এবং আনপেইড ইন্টার্নশিপ করার সুযোগ । যারা অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে ইন্টার্নশিপ করবেন, তাদের ইন্টার্নশিপ হবে আনপেইড। তবে স্নাতক-উত্তীর্ণ ফ্রেশারদের জন্য রয়েছে পেইড ইন্টার্নশিপের সুযোগ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারের অভিজ্ঞতার সূচনা করতে পারবেন বেঙ্গল সফটওয়্যারে।
সময়কাল: ৩ থেকে ৬ মাস.
পদ সংখ্যা: প্রতিটি বিভাগে ৫ জন।
সুযোগ সুবিধাসমূহ
- পেইড ইন্টার্নশিপের মাসিক বেতন- ৪,০০০/- টাকা।
- পেইড ও আনপেইড উভয় ধরনের ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
নীচের বিভাগগুলিতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে:
১. ব্যাক-এন্ড ক্যাটাগরী: লারাভেল, বুটস্ট্র্যাপ, মাইএসকিউএল ইত্যাদি।
২.ফ্রন্ট-এন্ড ক্যাটাগরি: ডাব্লুপি, পিএসডি, বুটস্ট্র্যাপ, জেএস.গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।
৩.এএসপি.নেট বিভাগ: নেট ফ্রেমওয়ার্ক, অ্যানগুলার ইত্যাদি।
৪. মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাটাগরী: জাভা / ফ্লাটার / রিয়্যাক্ট নেটিভ।
৫. নোড / রিয়্যাক্ট ক্যাটাগরী : এমইআরএন, ফায়ারবেস, ক্লাউড ইত্যাদি।
৬. বিক্রয় / বিপণন বিভাগ: যেকোন ডিপার্ট্মেন্টের ফ্রেসারস।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশি
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সিভি [email protected] এ প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদন করুনঅফিসিয়াল লিংক