• মে ১ - অগাস্ট ৩১, ২০১৯
  • Voluntarily
  • ঢাকা

Association of Social Advancement দেশী বিদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চ মানের ইন্টার্নশিপ সুযোগ প্রদান করছে। বিশ্বে যারা প্রারম্ভিকভাবে ক্ষুদ্রঋণ প্রদান করা শুরু করে তাদের মধ্যে  ASA অন্যতম। দেশী বিদেশী অনেক মেধাবী শিক্ষার্থী  এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে আগ্রহী।

বাংলাদেশে দারিদ্র্য নিরসনের লক্ষে ১৯৯১ সালে ASA তাদের ক্ষুদ্রঋণ প্রদানের যাত্রা শুরু করে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা তাদের কাজের ব্যাপ্তি বৃদ্ধি করেছে। তারা তাদের কাজের মাধ্যমে দেশী বিদেশী কোটি কোটি ছিন্নমূল মানুষের জীবনে কার্যকর  প্রভাব ফেলেছে। তাদের ক্ষুদ্রঋণ মডেল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। এরই মধ্যে ASA এর প্রায় ২০ হাজার কর্মী  প্রমাণ করেছে যে তারা অত্যন্ত নিবেদিত, শৃঙ্খলাবদ্ধ এবং অসহায় মানুষের সহায়তা করায় স্ব-প্রণোদিত। ASA গরিবদের সাথে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে অর্থ পরিচালনার দক্ষতা প্রমাণ করেছে। এই প্রোগ্রামের সফলতার কারণেই  ASA  তাদের উদ্ভাবনী, বিশেষ ও মানসম্মত  ক্ষুদ্রঋণ  স্থায়ী উন্নয়ন মডেল তৈরি করেছে।

ইন্টার্নকে নিম্নবর্ণিত জায়গায় কাজ করতে হবেঃ

  1. ASA হেড অফিস
  2. ফিল্ড ওয়ার্ক ঃ ফিল্ডে থাকতে হবে এবং দৈনিকভাবে শাখা ভিজিট করতে হবে।
  3. প্রয়োজন অনুযায়ী ফোরাম এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে হবে।
  4. এক্সপোজার এবং ইন্টার্নশিপ ইউনিট শিক্ষার্থীদের ক্ষুদ্রঋণ বিষয়ক বিভিন্ন জিনিস শিখতে সহায়তা করবে।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • একটি এনজিওতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।
  • নতুন মানুষের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ।
  • পরিবহণ, বাসস্থান এবং খাবারের সমস্ত খরচ ইন্টার্নকে বহন করতে হবে।
  • ইন্টার্নকে ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হবে।
  • ইন্টার্নদের অফিস থেকে সকল সহযোগিতা প্রদান করা  হবে।

আবেদনের যোগ্যতা

  • স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • ইন্টার্নদের নিজস্ব ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে আসার জন্য বলা হচ্ছে। যারা ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে আসতে পারবে না তাদের অফিস থেকে ডেস্কটপ কম্পিউটার  প্রদান করা হবে।
  • সকল বিদেশী ইন্টার্নদের ১০০ ডলারের রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
  • ইন্টার্নশিপ শেষ হওয়ার পরও ৬ মাসের ভিসা ভ্যালিডিটি থাকা আবশ্যক।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।

আবেদন পদ্ধতি

  • অফিসিয়াল লিংকে গিয়ে ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে।
  • সাইন করা স্ক্যান্ড কাগজপত্র এক্সপোজার এবং ইন্টার্নশিপ ইউনিটে পাঠাতে হবে।
আবেদন করুনঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

টেলিফোনঃ 9116375, 8119828, 8110934-5, 8151113
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?