অ্যাপল তাদের কোম্পানির জন্য কিছু ক্রিয়েটিভ রিসার্চ সাইন্টিস্ট খুঁজছে, যাদের কম্পিউটার সাইন্স, কম্পিউটার ভিশন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/কন্ট্রোল থিওরি বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিগন্যাল প্রোসেসিং এ সকল ফিল্ডের যেকোনো একটিতে দক্ষতা রয়েছে।
অ্যাপল দিচ্ছে উচ্চমানের ইনোভেটিভ সাইন্টিস্ট ও ইঞ্জিনিয়ার গ্রুপের সাথে কাজ করার সুযোগ।
আগ্রহীকে সেলফ-ড্রাইভেন এবং ইনেশিয়েটিভ নেয়ায় পারদর্শী হতে হবে। প্রোগ্রাম ফর্মুলেশনের সময় তাকে বহুবিদ দক্ষতার অধিকারী হতে হবে।
অ্যাপল হচ্ছে আমেরিকার একটি মাল্টিন্যশনাল টেকনোলজি কোম্পানি, যার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। অ্যাপল কোম্পানি বিভিন্ন ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনের পাশাপাশি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম IOS ও আই ক্লাউড পরিচালনা করে থাকে।
স্থান:
যুক্তরাষ্ট্রসুযোগ সুবিধাসমূহ
উচ্চমানের ইনোভেটিভ সাইন্টিস্ট ও ইঞ্জিনিয়ার গ্রুপের সাথে কাজ করার সুযোগ, সাথে থাকছে নিজের কোনো নতুন আইডিয়ার ইমপ্লিমেন্টের সুযোগ।
আবেদনের যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই পিএইচডি বা এম এস সি সমপরিমাণ ডিগ্রীর দিকে পারসুইং হতে হবে।
- স্প্রিং ২০১৯ (জানুয়ারি-এপ্রিল) ইন্টার্নশিপের জন্য প্রার্থীকে অবশ্যই মে ২০১৯ বা তার পরে গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে।
- সামার ২০১৯ (মে-আগস্ট/সেপ্টেম্বর) ইন্টার্নশিপের জন্য প্রার্থীকে অবশ্যই সেপ্টেম্বর ২০১৯ বা তার পরে গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে।
- অ্যালগরিদম ডিজাইনিং এ অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেয়া হবে।
- সি++ বা পাইথনে অভিজ্ঞ হতে হবে।