যদি আপনি টেকনিক্যাল বা প্রশাসনিক ফিল্ডের একজন আন্ডারগ্রাজুয়েট হোন এবং আপনি কয়েক মাস চাকরি করে কাটাতে চান, তাহলে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত সার্নের এই ইন্টার্নশিপটি আপনার জন্য! ন্যূনতম এক মাস ও সর্বোচ্চ ছয় মাস মেয়াদী এই ইন্টার্নশিপ আপনার সিভির গুরুত্ব বাড়িয়ে দিতে পারে বহুগুণ।
সার্ন (Cern) হচ্ছে নিউক্লিয়ার গবেষণার একটি ইউরোপীয় সংগঠন। এখানে পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলীরা পৃথিবীর মৌলিক গঠন নিয়ে অনুসন্ধান করেন। বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা এবং কোনো বিষয়ের ব্যাসিক উপাদানগুলো নিয়ে পড়াশোনা করেন। এই প্রক্রিয়াটি পদার্থ বিজ্ঞানীদের সূত্র দেয়
কীভাবে অনু পরমাণু কাজ করে এবং প্রকৃতির মৌলিক আইনের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়।
স্থান:
সুইজারল্যান্ডসুযোগ সুবিধাসমূহ
- আপনি মাসিক ভাতা হিসেবে ১,৫১৬ সুইস ফ্রাঙ্কস পাবেন।
- প্রযুক্তিগত বা প্রশাসনিক ফিল্ডের একজন আন্ডারগ্রাজুয়েট তাঁদের সিভিতে জেনেভাতে CERN এর ইন্টার্নশিপের অভিজ্ঞতা যোগ করতে পারবে।
- আগ্রহী শিক্ষার্থীরা সার্নে কর্মরত পেশাদারদের নিকট থেকে নিজ নিজ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
আবেদনের যোগ্যতা
- ফুল টাইম আন্ডারগ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থী এবং ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে।
- মনে রাখতে হবে যারা বর্তমানে পিএইচডি করছে তাঁরা এই প্রোগ্রামের যোগ্য নয়।
- আপনার অ্যাকাডেমিক পড়াশুনার মূল বিষয় হতে হবে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস, কম্পিউটিং, ম্যাথমেটিক্স, ইলেক্ট্রিসিটি, ইলেক্ট্রনিকস, মেকানিকাল বা সিভিল ইন্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, ম্যাটেরিয়াস সাইন্স, রেডিয়েশন প্রোটেকশন,সেফটি এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন,সার্ভেয়িং, আল্ট্রা হাই ভ্যাকিইয়ুম, সাইন্টিফিক কমিউনিকেশন। এছাড়াও অল্প সংখ্যক প্রশাসনিক ফিল্ড গ্রহণযোগ্য হতে পারে- ট্রান্সলেশন, অ্যাডভান্স সেক্রেটারিয়াল ওয়ার্কস, অ্যাকাউন্টটিং, লিগ্যাল সার্ভিস, হিউম্যান রিসোর্সেস, লাইব্রেরিয়ানশিপ, লজিস্টিক।
- CERN এ ইন্টার্নশিপ শেষ করে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে ফিরে যেতে পারবেন।
- আপনার ইংরেজি এবং/বা ফ্রেঞ্চে ভালো জ্ঞান থাকতে হবে।