বাংলালিংক এআইপি আন্ডারগ্র্যাজুয়েট/পোস্টগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যা পেশাদারী পরিবেশে কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আরও পরিণত করে। এআইপি-এর মূল উদ্দেশ্য হচ্ছে উল্লেখিত ফলাফলগুলোর মাধ্যমে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান, উভয়পক্ষের জন্য উন্নয়নমূলক একটি পরিবেশ তৈরি করা।
এআইপি ইনটেক:
জানুয়ারি ইনটেক | মে ইনটেক | সেপ্টেম্বর ইনটেক | |
অ্যাপ্লিকেশন টাইম ফ্রেম | ১ নভেম্বর-৩১ ডিসেম্বর | ১ মার্চ-৩০ এপ্রিল | ১ জুলাই-৩১ আগস্ট |
মূল্যায়ন টাইম ফ্রেম | ১ ডিসেম্বর-৩১ ডিসেম্বর | ১ এপ্রিল-৩০ এপ্রিল | ১ আগস্ট-৩১ আগস্ট |
ইন্টার্নশিপ টাইম ফ্রেম | ১০ জানুয়ারি-৯ এপ্রিল | ১০ মে-৯ আগস্ট | ১০ সেপ্টেম্বর-৯ ডিসেম্বর |
ইন্টার্নশিপটির কর্মস্থল ঢাকায় বা যেকোনো আঞ্চলিক কার্যালয়ে হতে পারে। আবেদন করার সময় আপনার পছন্দের অবস্থানের কথা জানাতে পারেন। তবে, ইন্টার্নশিপ-এর কর্মস্থল সাংগঠনিক প্রয়োজনীয়তা এবং ইন্টার্নশিপ পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে।
ইন্টার্নশিপ প্রোগ্রাম সমাপ্তি:
ইন্টার্নরা তাদের ৩ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করার পরে তারা যে প্রকল্পে নিযুক্ত ছিল সেই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে। সফলভাবে রিপোর্ট জমা দেওয়া এবং রিপোর্টটি মূল্যায়ন করার পর ইন্টার্নশিপ কমপ্লিশন লেটার প্রদান করা হবে।
সুযোগ সুবিধাসমূহ
শিক্ষার্থীদের জন্য:
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি বহুজাতিক কাজের পরিবেশের সাথে নিজেকে পরিচিত করানো এবং বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি
- পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মস্থলে ভূমিকা, কর্তব্য এবং দায়িত্ব বিষয়ে জানার সুযোগ সৃষ্টি
প্রতিষ্ঠানের জন্য:
- তরুণদেরকে অভিজ্ঞতা অর্জন এবং চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানের ধারণক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা
- সম্ভাব্য প্রার্থীকে প্রতিষ্ঠানের এন্ট্রি-লেভেলের শূন্য পদের জন্য নিয়োগে সহায়তা করা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় যোগ্যতা:
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্টগ্রাজুয়েট
- ইন্টার্নশিপ ছাড়া সকল ক্রেডিট অবশ্যই শেষ করতে হবে
- ইংরেজি ভাষায় দক্ষতা
- কম্পিউটার ব্যবহার ও এমএস অফিস (এমএস এক্সেল)-এ কাজ করার দক্ষতা
- শেখার আগ্রহ
- দলগতভাবে কাজ করার সামর্থ্য
আবেদন পদ্ধতি
নিচের ডকুমেন্টগুলোসহ আপনার সিভিটি [email protected] এ পাঠানঃ
- সম্পূর্ণ সিভি; যেখানে বাংলালিংকে ইন্টার্নশিপের জন্য আপনি কেন আগ্রহী, আপনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি ও কাজের অভিজ্ঞতা (যদি থাকে) দিতে হবে
- সাবজেক্ট লাইনে লিখুন কোন ইনটেক-এর জন্য আপনি আবেদন করছেন
- মেসেজ বডিতে লিখুন আপনার ডিগ্রি ও মেজর/মাইনর বিষয়ের বিস্তারিত ও বর্তমান সিজিপিএ
এছাড়াও আপনি আপনার প্রতিষ্ঠানের ক্যারিয়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
যোগদানের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট: বাংলালিংকে ইন্টার্ন হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হওয়ার পর কর্মক্ষেত্রে যোগদানের আগে নিচের ডকুমেন্টগুলো প্রদান করতে হবেঃ
- বিশ্ববিদ্যালয় থেকে ফরওয়ার্ডিং লেটার
- বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট
- এইচএসসি/এ লেভেল-এর সার্টিফিকেট ও মার্ক শিট
- এসএসসি/ও লেভেল-এর সার্টিফিকেট ও মার্ক শিট
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
আবেদন করুনঅফিসিয়াল লিংক