• - অগাস্ট ১৭, ২০১৯
  • Voluntarily

 

জাতিসংঘের নিউইয়র্ক অফিসে গ্লোবাল কম্পেক্ট ইন্টার্ন নেয়া হচ্ছে।এই গ্লোবাল কম্পেক্টের লক্ষ্য হলোঃ
১.জাতিসংঘ গ্লোবাল কম্পেক্টের প্রধান ব্যবসায়ীক কৌশল ও কাজের নীতি সমূহ সর্বত্র বাস্তবায়ন ;
২.জাতিসংঘের লক্ষ্যসমূহের সমর্থনে অংশীদারিত্ব ও অন্যান্য সমন্নিত পদক্ষেপের প্রচারের মাধ্যমে মূল স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা সহজতর করা।

গ্লোবাল কম্পেক্ট ইন্টার্নশিপের ধরন সমূূহ হলোঃ
• কমিউনিকেশন ও ইভেন্ট টিমের সাথে ইন্টার্ন
• প্রচারণা ও পারটিসিপেন্ট টিমের সাথে ইন্টার্ন
• প্রগাম টিমের সাথে ইন্টার্ন
• চীফ স্টাফ টিমের সাথে ইন্টার্ন
• গ্লোবাল অপারেশন টিমের সাথে ইন্টার্ন
• আন্তঃসরকারী ও আফ্রিকা টিমের সাথে ইন্টার্ন

এই ইন্টার্নশিপের উদ্দেশ্য অংশগ্রহণকারীদেরকে জাতিসংঘের প্রাত্যহিক কাজের বাস্তবিক অভিজ্ঞতা দেয়া।এর মাধ্যমে তারা অসাধারণ সব পেশাদার ব্যক্তিদের সাথে কাজের সুযোগ পাবে।উচ্চতর মিটিংয়ে,সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘের সাংগঠনিক কাজ বা নীতিতে অবদান রাখতে পারবে।প্রাথমিকভাবে ইন্টার্ন রা তাদের সক্ষমতা অনুযায়ী দায়িত্ব পাবে,ক্রমান্নয়ে উন্নতির সাথে সাথে আরো কাজের সুযোগ পাবে।

ইন্টার্নশিপের দায়িত্বসমূহ: অভিজ্ঞতা ও ট্রেইনিং এর উপর ভিত্তি করে গ্লোবাল কম্পেক্টের দায়িত্বগুলো হলোঃ
১.করপোরেট সাস্টেনিবিলিটি,মানবাধিকার, শ্রম,পরিবেশ এবং দূর্নীতি দমন বিষয়ক গবেষণা পরিচালনা;
২.বিভন্ন ডকুমেন্ট প্রকাশ ও সম্পাদনা করা;
৩. গ্লোবাল কম্পেক্ট স্টেকহোল্ডারদের সাথে প্রধান করপোরেট সাস্টেনিবিলিটি নিয়ে আলোচনা করা ;
৪.মিটিং ও ইভেন্ট আয়োজনে সহায়তা করা;
৫.প্রচারণার কাজে সহায়তা ;
৬.ইমেইল বা অন্যান্য জরুরী অনুসন্ধান করা ;
৭; নির্ধারিত প্রশাসনিক কাজ সম্পাদন করা।

জাতিসংঘের এই গ্লোবাল কম্পেক্ট ইন্টার্নশিপ ভলান্টিয়ারি এবং তিন থেকে ছয় মাস মেয়াদি।ইন্টার্নশিপের সময় বাড়তে বা কমতে পারে।

স্থানঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

 

সুযোগ সুবিধাসমূহ

সুবিধাসমূহঃ

• অংশগ্রহণকারী জাতিসংঘের কর্মকর্তাদের সাথে কাজ করার দারুন সুযোগ পাবে।

• বিভিন্ন মিটিং বা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘের সাংগঠনিক নীতি ও কাজে অবদান রাখতে পারবে।

• এই ইন্টার্নশিপ সম্পন্ন করায় অংশগ্রহণকারী তার নিজের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী ক্রেডিট পেতে পারে।

 

 

 

 

 

 

 

 

আবেদনের যোগ্যতা

যোগ্যতাঃ

• আবেদনকারীকে এই ইন্টার্ন করার সময় কমপক্ষে আন্ডারগ্র‍্যেজুয়েট ডিগ্রিতে অধ্যয়নরত হতে হবে;

• ইন্টার্ন শুরুর পর বিশেষ পরিস্থিতিতে আবেদনকারী একবছরের মধ্যেই গ্রেজুয়েট হতে পারবে;

• ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় ভালো পারদর্শী হতে হবে।

 

 

 

 

 

 

 

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য প্রযোজ্য।

আবেদন পদ্ধতি

প্রদত্ত লিংকে গিয়ে আবেদন করুন।

হোমপেজের নিচেই ‘সার্চ জব অপেনিংস’ সেকশনের ক্যাটাগরি ফিল্ডে গিয়ে ‘ইন্টার্ন ‘ অপশনটি সিলেক্ট করুন।ডিউটি স্ট্যাশন ফিল্ডে গিয়ে ‘ নিউইয়র্ক’ সিলেক্ট করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করলে নানা ধরনের ইন্টার্নশিপ দেখা যাবে। সেখান থেকে জব আইডি দিয়ে জাতিসংঘ গ্লোবাল কম্পেক্ট ইন্টার্নশিপ সিলেক্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: অগাস্ট ১৭, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?