• Partially Funded

এই ফেলোশিপটি বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের  এনঅয়াইইউ’স আরথুর এল কার্টার জার্নালিজম ইন্সটিটিউটের (NYU’s  Arthur L. Carter Journalism Institute)  গ্রেজুয়েট প্রোগ্রামের মাধ্যমে উপকৃত করবে।

এটি একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যেখানে সাংবাদিকেরা এই ইন্সটিটিউট থেকে মাস্টার্স অফ আর্টসে জ্ঞান অর্জন করতে পারবে। প্রত্যেকে এখানে ৯টি ক্ষেত্রের যেকোনো একটিতে ডিগ্রী লাভ করতে পারবে। এই ৯ টি ক্ষেত্র হলোঃ ১) ব্যবসা-বাণিজ্যিক প্রতিবেদন, ২) সংস্কৃতি এবং সমালোচনা প্রতিবেদন। ৩) বিশ্ব ও অন্যান্য যৌথ-প্রোগ্রাম নিয়ে প্রতিবেদন। ৪)সাহিত্যের প্রতিবেদন, ৫) ম্যাগাজিন লেখা, ৬) সংবাদ এবং ৭)জাতি এবং শহর(নিউ ইয়র্ক)সংক্রান্ত তথ্যমূলক প্রতিবেদন। ৮) স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক প্রতিবেদন। ৯) স্টুডিও ২০

স্থান:

যুক্তরাষ্ট্র

সুযোগ সুবিধাসমূহ

  • এই ফেলোশিপ প্রোগ্রামটি টিউশন ফি এর খরচ দিয়ে দিবে এবং ৩ টি সেমিস্টারের ২টির রেজিস্ট্রেশন ফি দিয়ে দিবে (বিশ্বের এবং যৌথ প্রোগ্রাম ক্ষেত্রটিতে মোট ৪ টি সেমিস্টার রয়েছে) (the Global and Joint Program Studies concentration requires four semesters).
  •  ২টি সেমিস্টারের প্রত্যেকটিতে মোটামুটিভাবে ১৩,০০০ ডলার বেতন হিসেবে পাবে।

আবেদনের যোগ্যতা

  • ইউএস  অধিবাসী হওয়া যাবেনা।
  • আবেদনকারীকে ইংরেজি ভাষায় এবং অন্য যেকোনো একটি ভাষায় দক্ষ হতে হবে।
  • আন্তর্জাতিক বিষয়ে দু-বছর বা ফ্রিল্যান্স সাংবাদিকতাসহ দু-বছরের কাজ করার অভিজ্ঞতা আছে। (পাবলিক রিলেশন এবং কর্পোরেট কমিউনিকেশনের অভিজ্ঞতাকে গ্রাহ্য করা হবে না।ইন্টার্নশিপ এর সময় বা শিক্ষার্থী থাকাকালীন সময়ের কাজ গ্রহণযোগ্য নয়।) (Have at least two years of international journalism experience or a combination of free-lance journalism assignments equal to at least two years of work (Public Relations and corporate communications experience will not be accepted. Work is done for internships and student publications do not count.)
  • ফেলোশিপ এবং জার্নালিজমের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য সম্পূর্ণ আবেদনপত্র থাকতে হবে।

কয়েকজনের  জিআরই(GRE) এর রেজাল্ট দেখানো আবশ্যক  এবং বাকিদের বাধ্যবাধকতা নেই। অফিসিয়াল ওয়েবসাইট পেজে বিস্তারিত জেনে নিন।

  • টয়েফেল (TOEFL) অথবা  আইল্টস (IELTS)  পরীক্ষা দেয়া লাগবে। টয়েফেল (TOEFL) তাদের জন্য মওকুফ করা হয়েছে  যারা ইংরেজি ভাষায় ডিগ্রী প্রোগ্রাম সম্পন্ন করেছিল।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: যুক্তরাষ্ট্রের অধিবাসী ছাড়া সকলের জন্য উন্মুক্ত

আবেদন পদ্ধতি

প্রদত্ত লিংকের সাহায্যে আবেদন করুন

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ১৫, ২০১৮

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?