টিচ ফর বাংলাদেশ (টিএফবি) তাদের ২০২২ সালের ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। তারা এমন স্নাতক এবং পেশাদারদের সন্ধান করছে যারা শিক্ষার প্রতি আগ্রহী এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চায়।

টিচ ফর বাংলাদেশ আমাদের দেশের পুনর্নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমাদের দেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নেতাদের খোঁজছে। তাদের বাছাই প্রক্রিয়া অত্যন্ত সতর্কতামূলক, সাধারণত ৬%-এর কম আবেদনকারী টিএফবিতে ফেলোশিপের সুযোগ পেয়ে থাকে।

প্রার্থীদের অবশ্যই বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষ হতে হবে, এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

সুযোগ সুবিধাসমূহ

  • মাসিক ৩০,০০০ টাকা ভাতা;
  • ফেলোশিপ শুরুর আগে ছয় সপ্তাহের প্রশিক্ষণ;
  • ফেলোশিপের আওতায় ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুক্যাশনাল ডেভেলাপমেন্ট থেকে ডিপ্লমা ইন এডুকেশনাল লিডারশিপ, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট  করার সুযোগ;
  • পরবর্তীতে কর্মক্ষেত্রে যোগদানের জন্য দুই বছরের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

আবেদনের যোগ্যতা

টিচ ফর বাংলাদেশ ফেলোশিপে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

আবেদনের সময় অবশ্যই বৈধ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে বা ৩১ ডিসেম্বরের মধ্যে একটি বৈধ ব্যাচেলর ডিগ্রি অর্জনের সম্ভাবনা থাকতে হবে।

১ নভেম্বর থেকে শীতকালীন একাডেমিতে পুরো সময়ের জন্য অংশ গ্রহণ করতে হবে, তাই  ৩১ ই অক্টোবরের মধ্যে সমস্ত কোর্সওয়ার্ক সম্পন্ন করতে হবে।

টিচ ফর বাংলাদেশ ফেলোশিপ কেবলমাত্র বাংলাদেশী নাগরিক, এমন দ্বৈত নাগরিক যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে এবং এমন বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশী নাগরিক, যাদের পাসপোর্টে “No Visa Required” সীল রয়েছে (অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করতে আলাদা ভিসা লাগে না),  তাদের জন্য উন্মুক্ত।

নোট : আপনি এক বছরে ফেলোশিপের জন্য একবারই আবেদন করতে পারবেন। যদি আপনি এক বছরের ফেলোশিপের জন্য একাধিকবার আবেদন করেন তবে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যাত হবে। আপনি যদি পরের বছর আবার আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই পুনরায় নিবন্ধন করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

২০২২ ফেলোশিপ আবেদন ফর্মটি ২ ভাগে বিভক্ত:

পর্ব ১: নিবন্ধকরন ।

“আবেদন করুন” বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন। যথাযথভাবে ফর্ম পূরণ করতে দয়া করে ৫-১০ মিনিট সময় নিন।

পার্ট ২: আবেদন।

সফলভাবে প্রথম ফর্মটি পূরণ করার পর আপনাকে পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন ফর্মের লিংক ইমেইলে প্রদান করা হবে। সাথে আপনার জন্য নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হবে। অনুগ্রহপূর্বক পূর্ণাঙ্গ ফর্মটি যথাযথভাবে পূরণ করুন।

আবেদনের শেষ তারিখ: মার্চ ৭, ২০২১

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?