গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০১৯” ঘোষণা করেছে যার আওতায় সরকার থেকে মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভরনেন্স ইনোভেশন ইউনিটের “টেকশই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” প্রকল্পের উচ্চতর শিক্ষায় (মাস্টার্স এবং পিএইচডি) “প্রধানমন্ত্রী ফেলোশিপ” প্রদানের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকগণের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

Read this opportunity in English.

সুযোগ সুবিধাসমূহ

মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • ১ জুলাই ২০১৯ – ৩১ ডিসেম্বর ২০১৯ মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শর্তহীন অফার লেটার (ফুল টাইম)
  • বিশ্ববিদ্যালয়য়ের আন্তর্জাতিক রেঙ্কিং ১ – ৩০০ এর মধ্যে হতে হবে (The Times Higher Education World University Ranking 2019 বা QS World University Rankings 2019)
  • TOEFL এর ফলাফল ৮০’র উপর হতে হবে এবং IELTS এর ফলাফল ৬ বা তার উপর হতে হবে।
  • বয়সসীমা PhD এর জন্য ৪৫ এবং Masters এর জন্য ৪০ বছর।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশী নাগরিক।

আবেদন পদ্ধতি

  • আবেদনপত্রটি “আবেদন করুন” বাটনে ক্লিক করে তা পূরণ করুন
  • আবেদনপত্রটি ইমেইল করে দিন [email protected] (পিএইচডি) [email protected] (মাস্টার্স) ঠিকানায়
  • আপনার আবেদনপত্রটির সাথে নিম্নোক্ত নথিগুলো সংযুক্ত করে পাঠাবেনঃ
    • Microsoft Word এবং PDF, দুই ফর্মেটেই পাঠাতে হবে।
    • আপনার স্টেটমেন্ট অফ পারপাস, স্কলারশিপের উপযুক্ত সময়, আপনার প্রস্তাবিত গবেষণার সাথে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সম্পর্ক, পেশাগত জীবনে আপনার গবেষণার সম্ভাবনা এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা পাঠাতে হবে।
    • শিক্ষাজীবনের সকল সনদ এবং নম্বরপত্র।
    • জাতীয় পরিচয়পত্র।
    • TOFEL/IELTS’র ফলাফল।
    • শর্তহীন অফার লেটার।
    • অভিজ্ঞতার সনদ।
    • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

Frequently Asked Questions. 

আবেদনের শেষ তারিখ: মার্চ ৩১, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?