• কাঠমান্ডু

ICIMOD উচ্চ পর্যায়ের পিএইচডি শিক্ষার্থীদের সাথে মাউন্টেন সোসাইটি এবং ইকো সিস্টেমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধান নিয়ে কাজ করতে চায়। ICIMOD কোন ডিগ্রী প্রদানকারী ইনস্টিটিউট নয়; তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থীদের সাথে কাজ করতে আগ্রহী। ICIMOD তাদের গবেষণা কার্যক্রম হোস্ট করবে এবং তাদের বিজ্ঞানীরা পিএইচডি ফেলোদের কো-সুপারভাইজ করবে।এই প্রোগ্রামটি নিম্নবর্ণিত বিষয়ের উপর ফোকাস করবে।

গবেষণার বিষয়ঃ 

জীবিকাঃ 

  • বায়ু দূষণ এবং দারিদ্র্যের মধ্যে সংযোগ
  • মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব
  • এইচকেএইচে এয়ার ম্যানেজমেন্ট এবং গভারনেন্স
  • বায়ু দূষণ নিরোধক এবং পলিসি
  • দারিদ্র্যের ক্ষতিকর বৃত্ত
  • নিরাপদ খাদ্য উৎপাদন
  • পাহাড়ে জলবায়ু স্থিতিশীল কৃষি

ইকোসিস্টেম সার্ভিসেসঃ

  • ওপেন বায়োমাস বারনিং (বন ও কৃষি বিষয়ক) এবং মাটি ও ইকোসিস্টেমে এর প্রভাব
  • ইকোসিস্টেমে বায়ু দূষণের প্রভাব

পানি এবং বায়ুঃ 

  • গ্যাসের পরিমাপ/মডেলিং ট্রেস করা
  • এরোসল পরিমাপ/মডেলিং
  • এরোসল ক্লাউড/মনসুন ইন্টার‌্যাকশন
  • আঞ্চলিক এবং শহুরে এয়ার কোয়ালিটি মডেলিং
  •  ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে শীতকালীন কুয়াশা
  • ইনভেন্টরি ডেভেলপমেন্ট

জিয়ো স্প্যাসিয়াল সমাধানঃ 

  • রিমোট সেন্সিং কৌশল ব্যবহার করে ট্রান্সবাউন্ডারি বায়ু দূষণ বোঝা
  • জটিল ভূখণ্ডের উপর বায়ু দূষণের রিমোট সেন্সিং করা
  • তথ্য বিশ্লেষণ এবং রাসায়নিক ট্রান্সপোর্ট মডেলের পরিকল্পনা
  • গ্লাসিয়র আলবেডোতে এরোসল শোষণের প্রভাব বোঝা

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট একটি আঞ্চলিক আন্তঃসরকারী শিক্ষা কেন্দ্র।এটি হিন্দু কুশ হিমালয়ের আটটি আঞ্চলিক সদস্য দেশের সাথে কাজ করছে- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল এবং পাকিস্তান।

এইচকেএইচ অঞ্চলটি  পাহাড়ে বসবাসরত প্রায় ২৪০ মিলিয়ন মানুষকে ইকোসিস্টেম সার্ভিসেস(যেমন পানি, খাদ্য, এনার্জি) সরবরাহ করে থাকে।  ১০ টি নদী অববাহিকায় বসবাসরত প্রায় ১.৯ বিলিয়ন মানুষ এইচকেএইচের সম্পদ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। এইচকেএইচ  অঞ্চলের পাহাড়গুলো একটি ইকোলজিকাল বাফার হিসাবে কাজ করে যা দক্ষিণ এশিয়ার তাপমাত্রা, বর্ষা এবং বৃষ্টিপাতের প্যাটার্নকে প্রভাবিত করে এবং কৃষিকাজের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। একই সাথে  এইচকেএইচ বিশাল সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যের আবাসস্থল এবং চারটি বৈশ্বিক জীব বৈচিত্র্যের আবাসস্থল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, অভিবাসন, জাতীয় / স্থানীয় অর্থনৈতিক বিকাশ  পাহাড়ি মানুষ এবং পাহাড়ি সমাজের ঐতিহ্যগত জীবিকার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অনেক পাহাড়ি সম্প্রদায় সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে পর্বত অঞ্চলে দারিদ্র্যের সীমা অনেক বেশি। ICIMOD এই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে চায় এবং পাহাড়ি মানুষের জীবিকা উন্নয়নের জন্য সমাধান বের করতে চায়।

দি হিমালায়ন  ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ICIMOD এর একটি উদ্যোগ যা মাউন্টেন নলেজ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কস নামের একটি আঞ্চলিক প্রোগ্রাম নিয়ে কাজ করে। এই উদ্যোগ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে।

স্থান:

নেপাল

সুযোগ সুবিধাসমূহ

  • ICIMOD বা ICIMOD  অনুমোদিত সাইটে ১০০০ ডলারের মাসিক ভাতা।
  • নন কাঠমান্ডু ভিত্তিক ফেলোদের প্রতি মাসে ২০০ ডলারের আবাসিক ভাতা প্রদান করা হবে।
  • নেপালের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত খরচ প্রদান করা হবে। নেপালে প্রথমবার আসার সময় এবং নিজ দেশে শেষবার ফিরে যাওয়ার সময় এই অর্থ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

  • আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল এবং পাকিস্তানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গবেষণার সাথে যুক্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • এইচইউসি মেম্বার ইন্সটিটিউশনকে অগ্রাধিকার দেয়া হবে।
  • অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
  • পিএইচডি সুপারভাইজার এবং ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে লেটার অফ সাপোর্ট জমা দিতে হবে।
  • অফিসিয়াল লিঙ্ক ভিজিট করুন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল এবং পাকিস্তানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গবেষণার সাথে যুক্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে

  • পিএইচডি সুপারভাইজার এবং ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে লেটার অফ সাপোর্ট জমা দিতে হবে।
  • কভার লেটার। এক্ষেত্রে থিমাটিক বিষয়ের কথা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
  • প্রিলিমিনারি গবেষণা প্রোপজাল(২-৩ পৃষ্ঠার)।
  • সিভি(শিক্ষা, গবেষণার অভিজ্ঞতা, পাবলিকেশনের তথ্য দেয়া আবশ্যক)।

আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?