২০২১ সালের ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ চলছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতিশীল মেধাবী ডক্টরাল গবেষকদেরকে উৎসাহ দিতে এবং সহায়তা করতে এ ফেলোশিপটি প্রদান করা হয়ে থাকে।
বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।
যে কোন বর্ষের যে কোন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত। আবেদনকারীর গবেষণার বিবরণ, প্রকাশনার রেকর্ড এবং রিকমেন্ডেশন লেটারের গুরুত্ব বিবেচনা করে আবেদনসমূহ মূল্যায়ন করা হয়ে থাকে।
ফেলোশিপের জন্য যারা মনোনীত হবেন, তারা দুই বছরের টিউশন ফি ও অন্যান্য ফিস, বার্ষিক ৩৭,০০০ মার্কিন ডলার বৃত্তি এবং কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ৫,০০০ মার্কিন ডলার ভ্রমণ ভাতা পাবেন।
এ প্রোগ্রামের অংশ হিসাবে ফেলোগণ মেনলো পার্কস্থ ফেসবুক সদর দপ্তরে বার্ষিক ফেলোশিপ সামিটে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সেখানে অন্যান্য ফেলোদের সাথে নিজেদের গবেষণা নিয়ে আলোচনা এবং ফেসবুকে গবেষণার হাল-হকিকত সম্পর্কে জানাশুনার সুযোগ পাবেন।
সুযোগ সুবিধাসমূহ
- পুরো শিক্ষাবর্ষের টিউশন ও অন্যান্য ফিস (দুই বছর পর্যন্ত)
- ৪২,০০০ মার্কিন ডলার বার্ষিক বৃত্তি
- ফেলোশিপের খরচে ফেসবুক সদর দপ্তরে যাওয়ার সুযোগ
আবেদনের যোগ্যতা
- ফেলোশিপ আরম্ভ হওয়ার সময়ে আবেদনকারীকে অবশ্যই যে কোন দেশের অ্যাক্রেডিটেড বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
- ফেলোশিপের সাথে সম্পৃক্ত এক বা একাধিক বিষয়ে বর্তমানে গবেষণারত হতে হবে।
- ফেলোশিপ চলাকালীন পুরো সময় জুড়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।
- ফেসবুক থেকে অন্য কোন প্রোগ্রামের আওতায় কোন ধরনের সুবিধা ভোগ করছেন, এমন কেউ এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতি
- আবেদন করুন বাটনে ক্লিক করুন।
- আবেদনের সাথে অবশ্যই–
–৫,৫০০ শব্দের গবেষণা সারাংশ থাকতে হবে।
–দুটি রিকমেন্ডেশন লেটার যথানিয়মে জমা দিতে হবে।
বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ১০, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক