যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিভাগ “দ্যা কেনেডি – লুগার ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি (ইয়েস)” প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ১৫-১৭ বছর বয়সের বাংলাদেশী নাগরিক, বাংলাদেশের যেকোনো কোন স্কুল/কলেজে অষ্টম – একাদশ শ্রেণীর মধ্য অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করেছে।
দ্যা আমেরিকান সেন্টার এবং ইউ.এস. এমব্যাসি ঢাকা মিলিত ভাবে দ্যা কেনেডি – লুগার ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি প্রোগ্রাম ২০১৯-২০২০ এর ঘোষণা করেছে। এই প্রোগ্রামটির যাত্রা শুরু হয় অক্টোবর, ২০০২ সালে।
দ্যা কেনেডি – লুগার ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি প্রোগ্রাম মূলত একটি হাই স্কুল এক্সচেঞ্জ প্রোগ্রাম।
এই পোগ্রামটির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে অন্যান্য দেশের নাগরিকদের সাংস্কৃতিক আদান প্রদান। যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভাগ ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামটির আয়োজন করে এবং নির্বাচিত অংশগ্রহণকারীদের সকল খরচ বহন করেন।
The Kennedy-Lugar Youth Exchange and Study Program 2019-20
Are you aged between 15 – 17 and want to participate YES Program in USA fully funded by US Government? 😀🔴 Join Live | Discuss with Mustahsin Islam from the Youth Exchange and Study (YES) Program Bangladesh! 🎥
Posted by ইয়ুথ অপরচুনিটিস বাংলা – Youth Opportunities Bangla on Friday, October 26, 2018
স্থান:
যুক্তরাষ্ট্রসুযোগ সুবিধাসমূহ
- প্লেনের যাতায়াত খরচ।
- আমেরিকার একটি হোস্ট পরিবারের সাথে থাকার ব্যবস্থা।
- মাসিক হাত খরচ।
- স্বাস্থ্য বীমা।
- প্রোগ্রামের প্রয়োজনীয় দ্রব্যাদির খরচ।
আবেদনের যোগ্যতা
- বাংলাদেশী নাগরিকত্ব।
- ১৫-১৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
- বাংলাদেশের কোন স্কুল/কলেজে অষ্টম – একাদশ শ্রেণীর মধ্য অধ্যায়নরত থাকতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- বর্তমান এবং গত দুই বছরের শ্রেণীর রেজাল্ট কম পক্ষে বি হতে হবে, কোন বিষয়ে ফেল থাকা যাবে না।
- যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
- প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরত আসার আশ্বাস দিতে হবে।
- নেতৃত্ব দানের দক্ষতা থাকতে হবে।
- বাংলাদেশী সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য মূলত চারটি ধাপ আছে।
- প্রাথমিক এপ্লিকেশন
- ফোন ইন্টারভিউ
- ELTiS পরীক্ষা এবং রচনা লেখা
- চূড়ান্ত এপ্লিকেশন এবং ইন্টারভিউ
আবেদনের জন্য এপ্লাই লিংককে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ২৪, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক