ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ – এর একটি উদ্যোগ ” তারুণ্যের সাথে অগ্রগতির পথে- ক্রিয়েট ইয়োর ক্যারিয়ার”।
এটি মূলত ফ্রেশ গ্রাজুয়েট, শিক্ষার্থী ও নব্য পেশাজীবীদের জন্য করা হয়েছে। ক্যারিয়ার ম্যানেজমেন্ট অর্থাৎ ক্যারিয়ারবিষয়ক তথ্য মূল্যায়ন,আত্ম পর্যালোচনার বিষয়, কাউন্সিলিং ইন্টারভিউ ও ক্যারিয়ার এডুকেশন প্রোগ্রাম করে থাকে।
এই ক্যারিয়ার ফেস্ট মূলত সচেতন ও দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে করা হয়। এই কনফারেন্সে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী শক্তিকে এক্সপ্লোর করা, শক্ত বন্ড তৈরিতে সহায়তা করবে। এটা একটা কমন প্লাটফর্ম তৈরি করে দেবে যেখানে সকলপ মতামত প্রদান, সিদ্ধান্ত গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়তে দিবে। নিজেদের ক্যারিয়ার জীবন গড়তে অংশগ্রহণকারীদের কী কী করতে হবে তা জানতে পারবে।
এই ফেস্টের লক্ষ্য টেকসই ফ্রেমওয়ার্কের মধ্যে পেশাদার বা উদ্যোক্তা হিসেবে জ্ঞানভিত্তিক ক্যারিয়ার পথ তৈরি করা। বিভিন্ন সেক্টরে পেশাজীবীদের টেকসই ক্যারিয়ারের প্রতিফলন সম্পর্কে শিক্ষার্থীদের অভিজ্ঞ করা।
শিক্ষাজীবনের প্রথম ধাপেই যদি আপনি ক্যারিয়ার সম্পর্কে জানতে চান তাহলে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ আপনাকে এই ফেস্টে আমন্ত্রণ জানায়।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- ইফেক্টিভ কমিউনিকেশনের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন।
- বিভিন্ন সেক্টরের HR বিশেষজ্ঞদের সাথে সাক্ষাতের সুযোগ।
- কর্পোরেট জগতের মার্কেটিং স্ট্রাটেজি জানতে পারবেন।
- বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে পারবেন।
- শিক্ষা জীবনের শুরুতেই ক্যারিয়ার ম্যানেজমেন্টের গুরুত্ব ও কার্যকারিতা জানতে পারবেন।
- দ্য ক্যারিয়ার নেটওয়ার্কের একটি অংশ হতে পারবেন যা আপনার নিজের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।
- অন্যান্য সুবিধা-
ফেস্টের জিনিসপত্র
নেটওয়ার্কিং
ক্যারিয়ারের দিকনির্দেশনা
নামকরা কোম্পানিতে সিভি দেওয়ার সুযোগ
ফ্রী দক্ষতা পরিমাপ
সিভির উন্নয়ন
লিংকড ইন প্রোফাইল উন্নয়ন
সার্টিফিকেট
খাদ্য
আবেদনের যোগ্যতা
১৬-৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
- ধাপ-১ঃ অনলাইন রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করা
ধাপ-২ঃ কনফার্মেশন মেইল পাওয়ার পরে বিকাশে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে- +8801850175357 - ধাপ-৩ঃ আপনার নাম, মোবাইল নাম্বার ও আপনার মোবাইল নাম্বারের শেষ ৪ টি সংখ্যা যেটা দিয়ে আপনি বিকাশে পেমেন্ট করেছেন। এটা পাঠাবেন এই নাম্বারে – +8801850175357
(eg: Name:ABCD <Space> Phn NO:01xxxxxxxxx <Space> 4 Digit: Xx Xx
পাঠিয়ে দিন – 8801850175357 এই নাম্বারে। -
সকল ধাপ পূরণের পরে ৪৮ ঘন্টার মধ্যে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন।
-
যদি না পান তাহলে (+8801850175357) এই নম্বরে যোগাযোগ করবেন।