• জুলাই ২৭, ২০১৯
  • Partially Funded
  • ঢাকা

আমাদের সমাজে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা না করে কেবল এড়িয়ে যেতে চাই স্বভাবগত কারণে। অথচ এই বিব্রতকর অবস্থা থেকে সমাজ পড়ছে বিপদে, আমাদের তরুণরা ঝুঁকছে বিপথে।

এমন একটি বিব্রতকর বিষয় হচ্ছে সহিংস উগ্রবাদ। এই সহিংস উগ্রবাদ কে কেবল ব্যক্তিগত আন্দোলন হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে আলোকিত শিশু গত এক বছর মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সম্প্রীতি প্রকল্পের আওতায় ঢাকা এবং এর পাশবর্তী জেলাগুলোতে কাজ করে এসেছে।

সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী সংঘটিত সহিংস চরমপন্থী সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে সহিংস আক্রমণ প্রতিরোধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে হিংসাত্মক চরমপন্থার মূল কারণগুলি পরীক্ষা এবং পরিচালনা করা, হিংস্র চরমপন্থা প্রতিহত করা।

আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স ১৮ থেকে ত্রিশ বছরের হয়ে থাকে তাহলে ন্যাশনাল ইয়ুথ পিস এসেম্বলিতে অংশ নেবার জন্য আলোকিত শিশুর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি।

শুধুমাত্র সহিংস উগ্রবাদ নিয়ে ভাবনা নয়, আপনার জন্য অপেক্ষা করে আরও মজার কিছু অভিজ্ঞতা! থাকবেন দেশ বরেণ্য অনেক ব্যাক্তিবর্গ, থাকবেন তরুণদের আইডলরা। আর বাকি চমকগুলো এখনই বলছি না।

আর চাই না সংঘাত, আর চাই না মূল্যবোধ এর অবক্ষয়। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই শান্তি। তাইতো আমরা বলি, তারুণ্য এগিয়ে যাও নিজ শক্তিতে, সংঘাত নয় সম্প্রীতির হাত ধরে।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • দেশের অন্যতম বৃহত্তম ভলেন্টিয়ার প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ।
  • নামকরা ব্যাক্তিত্বের অভিজ্ঞতা জানার সুযোগ।
  • নেটওয়ার্কিং।
  • উগ্রতা ও সহিংসতা থেকে অন্যকে বিরত রাখার জ্ঞান।
  • সার্টিফিকেট
  • লাঞ্চ

আবেদনের যোগ্যতা

  • ১৮-৩০ বছর বয়স।
  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
  • শান্তি ও তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী।
  • অসম্প্রদায়িক ও সহযোগী মনোভাব।
  • বাংলাদেশি নাগরিক।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: Bangladesh

আবেদন পদ্ধতি

আসন সংখ্যা মাত্র ১৭০ টি। তাই দেরি না করে আবেদন লিঙ্কের যেয়ে ফরম ফিল আপ করুন। আপনার সাথে যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: জুলাই ২৫, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

Please mail for any queries [email protected] or visit alokitoshishu.org Or Call any time +8801974733377
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?