‘বইয়ে যুক্তি, জ্ঞানে মুক্তি’- এ প্রতিপাদ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর আয়োজনে দেশব্যাপী বই পড়া ও রিভিউ লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতা পর্ব ভিত্তিক। প্রতি পর্বের সময়সীমা ১৫ দিন। একজন পাঠক চাইলে সব পর্বেই বই পড়তে পারবে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- প্রতি পর্ব থেকে প্রতি বিভাগ থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
- প্রতি দুই পর্বে বিভাগীয় ভাবে বিজয়ী ১৬ জন থেকে একজনকে জাতীয়ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
- বিভাগীয় বিজয়ী ও জাতীয় পর্যায়ে সকল বিজয়ীদের জন্যে রয়েছে পুরষ্কার।
আবেদনের যোগ্যতা
প্রতিযোগিতা সকলের জন্যে উন্মুক্ত।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
- প্রতিযোগিতার প্রক্রিয়া:
১। রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/4wxa5kg559w52Jt6A)
২। বই পড়ার সময়ে গ্রুপে পোস্ট করুনঃ (Group: https://www.facebook.com/groups/YEH.THP/)
৩। বই পড়া শেষ হলে রিভিউ ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ পেইজে কিংবা ইমেইলে ডক ফাইল জমা দিতে হবে। ইমেইল: [email protected]
৪। একজন পাঠক একই পর্বে একাধিক রিভিউ জমা দিতে পারবেন। সেক্ষেত্রে প্রতিবার রেজিস্ট্রেশন করতে হবে।
- আরো বিস্তারিত নিয়মাবলী, সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর ও রিভিও লেখার নির্দেশনা জানার জন্য অফিসিয়াল লিংক দেখুন ।